ছাত্র-জনতার বিক্ষোভে উত্তাল নেপাল। তীব্র আন্দোলনের মুখে ইতোমধ্যেই দেশটির প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি পদত্যাগ করেছেন। দেশটি থেকে আজ বাংলাদেশ ফুটবল দলের ফেরার কথা থাকলেও তা হচ্ছে না। ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের মিডিয়া এক্সিকিউটিভ খালিদ মাহমুদ।
রক্তক্ষয়ী বিক্ষোভের কারণে আজ দেশটির বিপক্ষে অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশের ম্যাচ গতকালই বাতিল করা হয়েছিল। আজ সকালে জানা গিয়েছিল দেশে ফিরবেন জামাল ভূঁইয়ারা।
বিজ্ঞাপন
অভূতপূর্ব পরিস্থিতি এবং নিরাপত্তাজনিত শঙ্কার কারণে নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে সব ফ্লাইট বাতিল করা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ এ কারণে যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে। মূলত স্থানীয় সময় দুপুরের পর থেকে আন্তর্জাতিক ও দেশীয় ফ্লাইটের উড্ডয়ন বন্ধ রয়েছে। এদিকে দেশটিতে থাকা বাংলাদেশিদের বাইরে বের না হওয়ার পরামর্শ দেয় বাংলাদেশ হাইকমিশন।
এমন অবস্থায় বাংলাদেশ দলের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। এদিকে জামাল ভূঁইয়াদের বর্তমান অবস্থা ও তাদের দেশে ফেরার বিষয়ে জানতে চাইলে ঢাকা মেইলকে খালিদ বলেন, ‘আজ তিনটার ফ্লাইটে ফেরার কথা থাকলেও ফেরা হচ্ছে না বাংলাদেশ দলের। বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করতে বিষয়টি পর্যবেক্ষণ করছে। পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগামীকাল দেশে ফিরতে পারে বাংলাদেশ দল।’

