ফুটবলবিশ্ব এখন তাকিয়ে আছে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের দিকে। প্রথমবারের মতো ৪৮ দলের অংশগ্রহণে আয়োজিত হতে যাওয়া এই মহাযজ্ঞ অনুষ্ঠিত হবে উত্তর আমেরিকার তিন দেশে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। ইতোমধ্যে ১৮টি দেশ নিশ্চিত করেছে তাদের জায়গা।
স্বাগতিক দেশগুলো- স্বয়ংক্রিয়ভাবে বিশ্বকাপে অংশ নিচ্ছে আয়োজক তিন দেশ—যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।
বিজ্ঞাপন
দক্ষিণ আমেরিকা (কনমেবল)- ছয়টি দল এরই মধ্যে নিশ্চিত করেছে বিশ্বকাপের টিকিট। তারা হলো আর্জেন্টিনা, ব্রাজিল, উরুগুয়ে, কলম্বিয়া, ইকুয়েডর ও প্যারাগুয়ে। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ৫ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল এবারও থাকছে আলোচনার কেন্দ্রে।
এশিয়া (এএফসি)- এবার এশিয়া থেকে বড় চমক নিয়ে এসেছে জর্ডান ও উজবেকিস্তান, যারা প্রথমবারের মতো বিশ্বকাপে খেলবে। সঙ্গে থাকছে চিরচেনা শক্তিশালী দলগুলো—জাপান, দক্ষিণ কোরিয়া, ইরান ও অস্ট্রেলিয়া।
আফ্রিকা (ক্যাফ)- মরক্কো ও তিউনিসিয়া এরই মধ্যে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। ২০২২ সালের সেমিফাইনালে খেলা মরক্কোর লক্ষ্য এবার আরও বড় কিছু।
ওশেনিয়া- নিউজিল্যান্ড ১৬ বছর পর আবার বিশ্বকাপের মঞ্চে ফিরছে। এটি তাদের তৃতীয় বিশ্বকাপ যাত্রা।
বিজ্ঞাপন
এখনও বাকি যাদের-ইউরোপ থেকে এবার ১৬টি দল বিশ্বকাপে খেলবে, কিন্তু বাছাই পর্ব এখনো শেষ হয়নি। আফ্রিকা, এশিয়া ও কনকাকাফ অঞ্চলের আরও কিছু দল এখনো নিশ্চিত হয়নি। তাই উত্তেজনা রয়েছে এখনো পূর্ণ মাত্রায়।

