রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় হারের পর শাস্তি পেল দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৮ পিএম

শেয়ার করুন:

ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় হারের পর শাস্তি পেল দক্ষিণ আফ্রিকা

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে গতকাল হেরেছে দক্ষিণ আফ্রিকা। তবে এ হার সাধারণ কোনো হার নয়। এ যে বিশাল পরাজয়, সেটিও আবার বিশ্বরেকর্ড গড়ে। ওয়ানডের ইতিহাসে সবচেয়ে বড় পরাজয় স্বীকার করেছে দলটি। এর সঙ্গে যোগ হলো নতুন দুঃসংবাদ- তৃতীয় ওয়ানডেতে ধীরগতির ওভার রেটের কারণে দলকে জরিমানা করেছে আইসিসি।

সোমবার এক বিবৃতিতে আইসিসি জানায়, টেম্বা বাভুমার নেতৃত্বাধীন দলকে ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়েছে। সাবেক ভারতীয় পেসার ও এমিরেটস আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি জাভাগল শ্রীনাথ এ শাস্তি দেন। সময়সীমা বিবেচনায় নেওয়ার পরও দক্ষিণ আফ্রিকা এক ওভার পিছিয়ে পড়ায় এ সিদ্ধান্ত আসে।


বিজ্ঞাপন


অন-ফিল্ড আম্পায়ার নিতিন মেনন ও রাসেল ওয়ারেন, তৃতীয় আম্পায়ার শারফুদ্দৌলা ইবনে শহিদ এবং চতুর্থ আম্পায়ার মাইক বার্নস অভিযোগ আনেন। অধিনায়ক বাভুমা দোষ স্বীকার করে শাস্তি মেনে নেওয়ায় আর কোনো শুনানির প্রয়োজন হয়নি। আইসিসি কোড অব কন্ডাক্টের ধারা ২.২২ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে প্রতিটি ওভার কম বললে খেলোয়াড়দের ম্যাচ ফির পাঁচ শতাংশ কেটে নেওয়া হয়।

তৃতীয় ম্যাচটা তবে ইংল্যান্ড খেলেছে দাপটের সঙ্গেই। ওপেনার জ্যাকব বেথেল (১১০) তুলে নিলেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। তার সঙ্গে যোগ দেন অভিজ্ঞ জো রুট (১০০), যিনি নিখুঁত কৌশলে খেলেন দারুণ এক ইনিংস। এছাড়া জেমি স্মিথ (৬২) আর অধিনায়ক জস বাটলার (৬২*) খেলেছেন ঝড়ো ক্যামিও। সব মিলিয়ে ইংল্যান্ড গড়ে তোলে ৪১৪/৫ রান- দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের সর্বোচ্চ।

শেষ দুই ম্যাচে ব্যাটিং-বোলিংয়ে ভুগলেও, এবার বোলিংয়ে স্বস্তি খুঁজে পায় ইংল্যান্ড। জোফ্রা আর্চারের গতির সামনে পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়ে প্রোটিয়ারা। তার আগুনে স্পেলেই দক্ষিণ আফ্রিকা হয়ে যায় ১৮/৫। পরে জেমি ওভারটন, ব্রাইডন কার্স আর স্পিনার আদিল রশিদ বাকিটুকু গুছিয়ে নেন। শেষ পর্যন্ত ৩৪২ রানের বিশাল ব্যবধানে জেতে ইংল্যান্ড- ওয়ানডেতে তাদের ইতিহাসের সবচেয়ে বড় জয়। তিন ম্যাচের সিরিজ যদিও ২-১ ব্যবধানে জিতেছে দক্ষিণ আফ্রিকা, তবুও শেষ ম্যাচে এমন রেকর্ড জয় উদযাপন করতে গিয়ে দারুণ আনন্দ পেল ইংলিশরা।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর