রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘কিংবদন্তি ক্রিকেটারকে বাঁচাতে ফিক্সিংয়ের ফাইল বন্ধ করা হয়েছিলো’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৩ এএম

শেয়ার করুন:

‘কিংবদন্তি ক্রিকেটারকে বাঁচাতে ফিক্সিংয়ের ফাইল বন্ধ করা হয়েছিলো’

২০০০ সালের দিকে ভারতীয় ক্রিকেট কেঁপে উঠেছিল ইতিহাসের সবচেয়ে বড় ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারিতে। দীর্ঘ তদন্তের পর সেই সময় ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় নিষিদ্ধ হন ভারতের তিন সাবেক ক্রিকেটার মোহাম্মদ আজহারউদ্দিন, মনোজ প্রভাকর ও অজয় জাদেজা। তবে এই কেলেঙ্কারিতে নাম জড়ালেও কোনো প্রমাণ না পাওয়ায় নির্দোষ প্রমাণিত হন কপিল দেব। যদিও সেই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই, যার মধ্যে অন্যতম ভারতের সাবেক ক্রিকেটার ও যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিং। যোগরাজের দাবি, এই মামলা পুনরায় খুললে ভারতীয় ক্রিকেটের একাধিক কিংবদন্তি-এর মুখোশ খুলে যাবে।

১৯৯৭ সালে, প্রাক্তন ক্রিকেটার মনোজ প্রভাকর অভিযোগ করেছিলেন যে, কাপিল দেব তাকে ম্যাচ গড়াপেটার জন্য অর্থের প্রস্তাব দেন। সেই অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিবিআই) তদন্ত শুরু করে। দীর্ঘ তদন্ত শেষে ২০০০ সালে সিবিআই জানায়, কাপিল দেবের বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি এবং তাকে সমস্ত অভিযোগ থেকে মুক্ত করা হয়।


বিজ্ঞাপন


তবে, ইনসাইড স্পোর্টসকে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে যোগরাজ সিং বলেন, ‘সব সাংবাদিকদের জিজ্ঞাসা করুন, ম্যাচ-ফিক্সিং সংক্রান্ত যে ফাইল সুপ্রিম কোর্টে বন্ধ হয়ে গিয়েছিল, সেটি কোথায়? কারা কারা জড়িত ছিল? প্রথমে কাপিল দেব, তারপর আজহারউদ্দিন, আরও অনেক নাম জড়িয়েছিল। তাহলে কেন সেই ফাইল বন্ধ করে দেওয়া হল? কারণ, অনেক কিংবদন্তি-এর মাথা গড়াবে।’

এই প্রথম নয়, এর আগেও যোগরাজ সিং বেশ কয়েকবার সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও কিংবদন্তি স্পিনার বিশন সিং বেদির বিরুদ্ধেও তোপ দেগেছেন। তিনি বলেন,‘বিশন সিং বেদি, কাপিল দেব, এমএস ধোনি- এদের সঙ্গে আমি ছিলাম। আমি জানি, এরা কিভাবে প্লেয়ারদের সঙ্গে আচরণ করত। যারা ভুল করেছে, তাদের ভুল বলতেই হবে। দুইটা ভুল মিলে একটা ঠিক হয় না। আমি খোলাখুলি বলি, আমাদের দল ও ক্রিকেটারদের ক্যারিয়ার ধ্বংস করেছে আমাদের ক্যাপ্টেন।’

তিনি আরও যোগ করেন, ‘ইরফান পাঠান কেসটা একা নয়। গৌতম গম্ভীর বলেছে, বীরেন্দ্র শেহওয়াগ বলেছে, হরভজন সিংও বলেছে, কীভাবে তাকে মাছির মতো দল থেকে ফেলে দেওয়া হয়েছিল। একটা জুরি গঠন করে খতিয়ে দেখা উচিত, ধোনি কেন এসব করেছিলেন। ধোনি উত্তর দিতে চায় না। যে উত্তর দিতে চায় না, তার বিবেক দোষী।’

যোগরাজের এই মন্তব্য নতুন করে ভারতীয় ক্রিকেট মহলে বিতর্কের আগুন জ্বালিয়েছে। যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত কাপিল দেব কিংবা ধোনির পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর