ব্যালন ডি’অরের ৬৯তম আসর বসবে ২২ সেপ্টেম্বর, প্যারিসের ঐতিহাসিক থিয়েটার ডু শাতলেতে। ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা ও ‘ফ্রান্স ফুটবল’ ম্যাগাজিন যৌথভাবে আয়োজন করছে এই জমকালো অনুষ্ঠান। যত দিন ঘনিয়ে আসছে, ততই জোরালো হচ্ছে আলোচনার ঝড়।
আর এরই মধ্যে ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার ও গত বছরের ব্যালন ডি’অর বিজয়ী রদ্রি জানিয়েছেন, কারা জিততে পারেন ২০২৫ সালের ব্যালন ডি’অর। রোববার (৭ সেপ্টেম্বর) এক সাক্ষাৎকারে তিনি চারজন খেলোয়াড়ের নাম বলেন, যাঁরা তার চোখে এবারের সর্বোচ্চ ব্যক্তিগত পুরস্কারের দাবিদার।
বিজ্ঞাপন
রদ্রির মতে, যারা এবার ব্যালন ডি’অরের জন্য লড়ছেন তারা হলেন, এফসি বার্সেলোনার দুই তরুণ তারকা লামিন ইয়ামাল ও পেদ্রি, এবং প্যারিস সেন্ট-জার্মেইন (পিএসজি)-এর দুই তারকা উসমান ডেম্বেলে ও ভিতিনিয়া।
রদ্রি বলেন,“ব্যালন ডি’অর জেতা খুব কঠিন। এবারের মৌসুমে পিএসজি ছিল দুর্দান্ত। তাই সেই দল থেকেই কারও পাওয়াটাই স্বাভাবিক। আমি লুইস এনরিকের জন্য খুশি। ব্যক্তিগতভাবে লামিন বা পেদ্রিকে পছন্দ করি, কিন্তু পারফরম্যান্সের দিক থেকে ডেম্বেলে বা ভিতিনিয়া এগিয়ে।”
উল্লেখ্য, ২০২৪-২৫ মৌসুমে উসমান ডেম্বেলে সব মিলিয়ে ৫১ ম্যাচে করেছেন ৩৪টি গোল। অন্যদিকে, মাত্র ১৭ বছর বয়সী লামিন ইয়ামাল খেলেছেন ৫৫টি ম্যাচ, গোল করেছেন ১৮টি।

