দরজায় কড়া নাড়ছে এশিয়া কাপ। ৯ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টের এবারের আসরের খেলা। টুর্নামেন্টে অংশ নিতে আজ দুই ভাগে ভাগ হয়ে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ দল।
প্রথম ভাগে আজ রোববার সকালে দুবাইর ফ্লাইট ধরেন অধিনায়ক লিটন দাস, সাইফ হাসান, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসানসহ কোচিং স্টাফের সদস্যরা। দ্বিতীয় ভাগের ক্রিকেটাররা আজ সন্ধ্যা সাড়ে সাতটায় দুবাইয়ের বিমান ধরবেন।
বিজ্ঞাপন
এদিকে এশিয়া কাপে লড়াইয়ের জন্য বিমান ধরার আগে আজ শিরোপা জেতার চূড়ান্ত লক্ষ্যের কথা জানিয়েছেন অধিনায়ক লিটন দাস। টাইগার ক্রিকেটপ্রেমিদের বিশ্বের সেরা সমর্থক আখ্যা দিয়ে দোয়াও চেয়েছেন তিনি।
ফেসবুকে দেওয়া এক পোস্টে লিটন লিখেন, 'আমার এবং আমার দলের জন্য বিশ্বের সেরা সমর্থকদের কাছে দোয়া চাই।' এশিয়া কাপ শিরোপা জেতার চূড়ান্ত লক্ষ্যের কথা জানিয়ে লিটন লিখেন, 'আমরা কথা দিচ্ছি সংযুক্ত আরব আমিরাতে আমরা আমাদের সেরাটা দেব — একবারে একটি করে ম্যাচ খেলব, যার চূড়ান্ত লক্ষ্য থাকবে ট্রফি জেতা।'
এবারের আসরে বাংলাদেশ আছে 'বি' গ্রুপে। ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপ মিশন।

