সংযুক্ত আরব আমিরাতে ৯ সেপ্টেম্বর থেকে পর্দা উঠছে এশিয়া কাপ ২০২৫–এর। তবে এবারের আসরের সবচেয়ে আলোচিত ও প্রতীক্ষিত ম্যাচ নিঃসন্দেহে ভারত-পাকিস্তান মহারণ। যা অনুষ্ঠিত হবে ১৪ সেপ্টেম্বর, দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এই মুখোমুখি লড়াই শুধু একটি ক্রিকেট ম্যাচ নয়। এটি দুই জাতির ইতিহাস, আবেগ আর রাজনৈতিক বাস্তবতার প্রতিচ্ছবি। সাম্প্রতিক সীমান্ত উত্তেজনার কারণে ম্যাচটি ঘিরে উন্মাদনার পাশাপাশি তৈরি হয়েছে তীব্র উদ্বেগও।
বিজ্ঞাপন
২০১২ সালের পর দুই দেশের মধ্যে আর কোনো দ্বিপাক্ষিক সিরিজ হয়নি। কেবল নিরপেক্ষ ভেন্যুতে তারা মুখোমুখি হচ্ছে। এবার গ্রুপ পর্বেই তাদের প্রথম লড়াই, তবে টুর্নামেন্টে তারা তিনবার পর্যন্ত মুখোমুখি হতে পারে!
সাম্প্রতিক সামরিক উত্তেজনায় দুই দেশের মাঝে সম্পর্ক আবারও তলানিতে। মে মাসের সংঘর্ষে নিহত হয়েছিল ৭০ জনের বেশি। যুদ্ধবিরতি হলেও তিক্ততা কাটেনি। এরই প্রভাবে ইংল্যান্ডে অনুষ্ঠিত লেজেন্ডস বিশ্বচ্যাম্পিয়নশিপে পাকিস্তানের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানান ভারতের সাবেকরা।
ভারতের সাবেক স্পিনার হরভজন সিং সরাসরি বলেন, “সীমান্তে লড়াই চলছে, এমন পরিস্থিতিতে ক্রিকেট খেলতে যাওয়া উচিত নয়।”
তবে রাজনীতি যাই হোক, মাঠের পরিসংখ্যান বলছে অন্য কথা। টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে পাকিস্তানের রেকর্ড ৩ জয়, ১০ হার। ভারতের নেতৃত্বে এবার থাকছেন সূর্যকুমার যাদব, আর বর্তমান চ্যাম্পিয়ন হিসেবেও মাঠে নামছে তারা।
বিজ্ঞাপন
পাকিস্তান দলে নেই দুই বড় তারকা বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান, যারা জায়গা পাননি ফর্মহীনতার কারণে। তবে ইতিহাস বলছে, ভারত-পাকিস্তান লড়াইয়ে কখনো কেউ কাউকে সহজে ছাড় দেয় না!
এবারের এশিয়া কাপে অংশ নিচ্ছে ৮টি দল। দুই গ্রুপে ভাগ হয়ে তারা লড়বে সুপার ফোর-এ জায়গা করে নেওয়ার জন্য। গ্রুপ এ: ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, ওমান। গ্রুপ বি: বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কা, হংকং। উদ্বোধনী ম্যাচ হবে আবুধাবিতে, যেখানে মুখোমুখি হবে আফগানিস্তান ও হংকং। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর, দুবাইয়ে।

