রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শ্রীলঙ্কাকে উড়িয়ে ঐতিহাসিক জয় জিম্বাবুয়ের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৮ এএম

শেয়ার করুন:

শ্রীলঙ্কাকে উড়িয়ে ঐতিহাসিক জয় জিম্বাবুয়ের

হারারেতে দুর্দান্ত এক পারফরম্যান্সে শ্রীলঙ্কাকে মাত্র ৮০ রানে অলআউট করে ঐতিহাসিক জয় পেয়েছে জিম্বাবুয়ে। মাত্র ৮১ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৪ বল ও ৫ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় সিকান্দার রাজার দল।

টি-টোয়েন্টি ফরম্যাটে শ্রীলঙ্কার বিপক্ষে এটি জিম্বাবুয়ের দ্বিতীয় জয়। এর আগে ২০২৪ সালের জানুয়ারিতে কলম্বোতে প্রথম জয় পেয়েছিল তারা। তবে এবার বল ও উইকেটের ব্যবধানে আরও বড় জয় পেয়েছে স্বাগতিকরা। এই জয়ে রোডেশিয়ানরা গড়েছে একাধিক রেকর্ডও।


বিজ্ঞাপন


প্রথমে ব্যাট করতে নেমে ব্যর্থতার পরিচয় দেয় শ্রীলঙ্কা। কুশল মেন্ডিস শুরুতেই ফিরলে একের পর এক উইকেট হারাতে থাকে লঙ্কানরা। পুরো দল মিলে সংগ্রহ করে মাত্র ৮০ রান। দলের পক্ষে সর্বোচ্চ ২০ রান করেন কামিল মিশারা, অধিনায়ক চারিথ আসালাঙ্কা করেন ১৮ রান।

জিম্বাবুয়ের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন ব্র্যাড ইভান্স ও সিকান্দার রাজা। দুজনই ৩টি করে উইকেট নেন। রাজা ১১ রানে ৩ উইকেট ও ইভান্স ১৫ রানে ৩ উইকেট তুলে নেন। ব্লেসিং মুজারাবানি নেন ২টি উইকেট।

রান তাড়ায় শুরুটা অবশ্য ভালো হয়নি জিম্বাবুয়ের। দুশমন্থ চামিরা শুরুতেই ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচে উত্তেজনা ফিরিয়ে আনেন। তবে শেষ পর্যন্ত রায়ান বার্ল (২০\*) ও তাশিঙ্গা মুসেকিওয়া (১৪ বলে ২১) মিলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। চামিরা ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন।

এই হারে টুর্নামেন্টে বড় ধাক্কা খেল শ্রীলঙ্কা। সিরিজ শেষে তাদের এশিয়া কাপ খেলতে যাওয়ার কথা রয়েছে। তবে ধারাবাহিকভাবে এমন ব্যর্থতা এশিয়া কাপের আগে শ্রীলঙ্কার জন্য অশনি সংকেত হতে পারে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর