রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মেসিকে টপকে আরেক ইতিহাস গড়ার দোরগোড়ায় রোনালদো

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৪ এএম

শেয়ার করুন:

মেসিকে টপকে আরেক ইতিহাস গড়ার দোরগোড়ায় রোনালদো

দুই দশকেরও বেশি সময় ধরে ফুটবল বিশ্বে রাজত্ব করে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। একে অপরকে পেছনে ফেলে গড়েছেন নানা রকম রেকর্ড। এবার বিশ্বকাপ বাছাইপর্বে গোলসংখ্যায় মেসিকে টপকে গেলেন রোনালদো।

শনিবার আর্মেনিয়ার বিপক্ষে ইউরোপিয়ান বাছাইপর্বের ম্যাচে জোড়া গোল করেন রোনালদো। তার দুর্দান্ত পারফরম্যান্সে পর্তুগাল ৫-০ ব্যবধানে সহজ জয় পায়। এই ম্যাচে দুই গোল করার মাধ্যমে বিশ্বকাপ বাছাইপর্বে রোনালদোর মোট গোলসংখ্যা দাঁড়ায় ৩৮-এ। মেসির গোলসংখ্যা ৩৬, এবং তিনি আর বাছাইপর্বে খেলবেন না, তাই তার সংখ্যা এখানেই থেমে গেল।


বিজ্ঞাপন


এখন রোনালদোর সামনে রয়েছে আরেকটি বড় সুযোগ। বিশ্বকাপ বাছাইপর্বে সবচেয়ে বেশি গোলের রেকর্ডটি এখনো রয়েছে গুয়াতেমালার কার্লোস রুইজের দখলে—৩৯ গোল নিয়ে। রোনালদো যদি আরেকটি গোল করেন, তাহলে রুইজের পাশে বসবেন। আর দুই গোল করলে একাই হবেন বাছাইপর্বের সর্বোচ্চ গোলদাতা।

আগামী মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর হাঙ্গেরির বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল। সেদিনই রেকর্ড স্পর্শ করার সুযোগ পাবেন রোনালদো। যদি না-ও পারেন, সামনে আরও অন্তত চারটি ম্যাচ রয়েছে।

আর্মেনিয়ার বিপক্ষে গোল করায় রোনালদোর ক্যারিয়ার গোলসংখ্যা এখন ৯৪২। জাতীয় দল ও ক্লাব মিলিয়ে এই গোলসংখ্যা। বয়স ৪০ পেরিয়েও তিনি বিশ্বের সর্বোচ্চ গোলদাতা। তার পরবর্তী লক্ষ্য ১ হাজার গোলের মাইলফলক স্পর্শ করা।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর