লুইস সুয়ারেজের ক্যারিয়ার মানেই যেন বিতর্ক আর পাগলাটে কাণ্ড! কামড় কাণ্ডের পর এবার আলোচনায় ‘থুতু কাণ্ড’। লিগস কাপের ফাইনালে প্রতিপক্ষ দলের এক কর্মকর্তাকে থুতু মারার অভিযোগে ইন্টার মায়ামির উরুগুইয়ান স্ট্রাইকার সুয়ারেজকে ৬ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে আয়োজক কমিটি।
ঘটনাটি ঘটেছে গত রবিবার। ফাইনালে ইন্টার মায়ামিকে ৩-০ গোলে হারায় সিয়াটল সাউন্ডার্স। ম্যাচ শেষে উত্তেজনা চরমে পৌঁছালে দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি শুরু হয়। সুয়ারেজকে তখন সতীর্থরা ধরে রাখছিলেন, কিন্তু তাতেও কাজ হয়নি। একপর্যায়ে তিনি সিয়াটলের কোচিং স্টাফের এক সদস্যকে উদ্দেশ্য করে থুতু ছুড়ে মারেন।
বিজ্ঞাপন
এই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন আরও দুই ইন্টার মায়ামি খেলোয়াড়—সার্জিও বুসকেটস ও টমাস আভিলেস। সিয়াটলের ওবেড ভার্গাসকে ঘুষি মারায় বুসকেটসকে ২ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। আক্রমণাত্মক আচরণের কারণে আভিলেস পেয়েছেন ৩ ম্যাচের নিষেধাজ্ঞা।
শুধু ইন্টার মায়ামিই নয়, শাস্তি পেয়েছে সিয়াটল সাউন্ডার্সও। তাদের কোচিং স্টাফ সদস্য স্টিভেন লেনহার্ট লিগস কাপের নিয়ম ভাঙায় ৫ ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন।
লিগস কাপ আয়োজক কমিটির এক বিবৃতিতে বলা হয়েছে, "নিষেধাজ্ঞার পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে জরিমানা গুনতে হবে। এই নিষেধাজ্ঞাগুলো পরবর্তী লিগস কাপ বা ভবিষ্যৎ আসরে কার্যকর থাকবে।"
এছাড়া মেজর লিগ সকার (এমএলএস) চাইলে শাস্তির পরিমাণ আরও বাড়াতে পারে বলেও জানিয়েছে আয়োজকরা। তবে এখন পর্যন্ত এমএলএস আলাদাভাবে কোনো ঘোষণা দেয়নি।
বিজ্ঞাপন
এ নিয়ে আবারও বিতর্কের কেন্দ্রে লুইস সুয়ারেজ। যার আচরণ প্রশ্ন তুলছে ফুটবলারদের পেশাদারিত্ব ও মাঠের শৃঙ্খলা নিয়েও।

