শেষবার ২০০৮ সালে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে পাকিস্তানে গিয়েছিল ভারত। এরপর থেকে সীমান্ত উত্তেজনা দুই দেশের ক্রিকেট সম্পর্ককে কার্যত বন্ধ করে দিয়েছে। এর আগে ২০২৩ সালে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হলেও ভারত তাতে অংশ নিতে অস্বীকৃতি জানায়। এবার ভারতের সেই দেখানো পথেই হাঠছে পাকিস্তান।
আসন্ন আইসিসি নারী বিশ্বকাপ ২০২৫-এর জমকালো উদ্বোধনী অনুষ্ঠান থেকে নিজেদের সরিয়ে নিয়েছে পাকিস্তানের ক্রিকেট দল। পাকিস্তানি চ্যানেল জিও সুপার সূত্রে জানা গেছে, ৩০ সেপ্টেম্বর গুয়াহাটিতে আয়োজিত এই অনুষ্ঠানে পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা কিংবা দলের কোনো প্রতিনিধি অংশ নিচ্ছেন না।
বিজ্ঞাপন
এই সিদ্ধান্তের পেছনে অন্যতম কারণ হতে পারে ভারত-পাকিস্তানের মধ্যে চলমান রাজনৈতিক উত্তেজনা। দুই দেশই সম্প্রতি একটি নীতিগত অবস্থানে পৌঁছেছে। আগামী তিন বছরে কোনো আইসিসি টুর্নামেন্টে একে অপরের মাটিতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা।
বিশ্বকাপের এই গ্র্যান্ড ওপেনিং সেরিমনিতে উপস্থিত থাকবেন ভারতীয় জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল, যিনি পারফর্ম করবেন উদ্বোধনী ম্যাচের আগে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সহ-আয়োজক ভারত ও শ্রীলঙ্কা।
পাকিস্তান দল এবার তাদের সমস্ত ম্যাচ খেলবে শ্রীলঙ্কার কলম্বোয় অবস্থিত আর প্রেমাদাসা স্টেডিয়ামে। একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে দুইটি সেমিফাইনাল (২৯ অক্টোবর) ও ফাইনাল (২ নভেম্বর)। যদি পাকিস্তান নকআউট পর্বে পৌঁছায়।
প্রথম ম্যাচ: ২ অক্টোবর, প্রতিপক্ষ বাংলাদেশ
বহুল প্রতীক্ষিত ম্যাচ: ৫ অক্টোবর, প্রতিপক্ষ ভারত

