রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ব্যাটে-বলে মলিন সাকিব, রোমাঞ্চকর জয় অ্যান্টিগার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪২ এএম

শেয়ার করুন:

ব্যাটে-বলে মলিন সাকিব, রোমাঞ্চকর জয় অ্যান্টিগার

শেষ বলে মাত্র ১ রান নিলেই ম্যাচ যেত সুপার ওভারে। কিন্তু শামার স্প্রিঙ্গারের দৃঢ়তায় সে রোমাঞ্চ আর দীর্ঘায়িত হয়নি। ২ রান নিয়ে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসকে এনে দিলেন নাটকীয় এক জয়। বার্বাডোজ রয়্যালসকে ৪ উইকেটে হারিয়ে অবশেষে জয়ের দেখা পেল সাকিব আল হাসানের দল।

আগের দুই ম্যাচে টানা হারের পর আজ (৬ সেপ্টেম্বর) বার্বাডোজের কেনসিংটন ওভালে জয় পেয়েছে অ্যান্টিগা। যদিও ব্যাটে-বলে সাকিব ছিলেন নিষ্প্রভ। ১২ বলে ১৫ রান, ৩ ওভারে ৩৩ রান দিয়ে উইকেটশূন্য। তবে দলীয় পারফরম্যান্সে মিলেই এসেছে কাঙ্ক্ষিত জয়।


বিজ্ঞাপন


বার্বাডোজ রয়্যালসের দেওয়া ১৮৮ রানের লক্ষ্যে শুরুটা ভালোই করেছিল অ্যান্টিগা। আমির জাঙ্গু ও আন্দ্রিয়েস গাউস মিলে ২৭ বলে ৪৫ রানের ওপেনিং জুটি গড়েন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারালেও একপ্রান্ত ধরে রেখে দলকে এগিয়ে নিয়ে যান গাউস।

অবিচল গাউস ৫৩ বলে ৮৫ রানে অপরাজিত থাকেন, মারেন ৫টি চার ও ৪টি ছক্কা। শেষ ওভারে যখন প্রয়োজন ৭ রান, তখন ম্যাচ যায় চরম উত্তেজনায়। শেষ বলে দরকার ১ রান, শামার স্প্রিঙ্গার নিলেন ২ রান—জিতে যায় অ্যান্টিগা।

এর আগে টস জিতে ফিল্ডিং নেয় অ্যান্টিগা। ব্যাটিংয়ে নেমে বার্বাডোজ রয়্যালস ২০ ওভারে তোলে ১৮৭ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৯৮ রান করেন ব্র্যান্ডন কিং, ৬৫ বলের ইনিংসে মারেন ৬ চার ও ৭ ছক্কা। অ্যান্টিগার পক্ষে সালমান ইরশাদ ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে নেন ২ উইকেট। তাকেই নির্বাচিত করা হয় ম্যাচসেরা হিসেবে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর