পাকিস্তান ত্রিদেশীয় সিরিজে সংযুক্ত আরব আমিরাতকে ৩১ রানে হারিয়ে ফাইনালে উঠেছে। তবে এই জয়ে সন্তুষ্ট নন সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার রমিজ রাজা।
নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া বিশ্লেষণে রমিজ বলেন, আমিরাতের দুর্বল ফিল্ডিং পাকিস্তানকে বড় রান করতে সাহায্য করেছে। নওয়াজ ও ফখরের ক্যাচ হাতছাড়া না হলে পাকিস্তানের স্কোর অনেক কম হতো।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, পাকিস্তানের বোলিং আক্রমণ দারুণ ছিল। বিশেষ করে আবরার আহমেদ দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে। হঠাৎ সুযোগ পেয়ে সে দারুণভাবে দায়িত্ব পালন করেছে।
তবে ব্যাটিং লাইনআপ নিয়ে রমিজের সমালোচনা ছিল স্পষ্ট। তার মতে, বারবার ব্যর্থ হলেও টপ অর্ডারে পরিবর্তন আনা হয়নি, বরং বোলিং বিভাগে বেশি পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।
এশিয়া কাপের প্রসঙ্গ টেনে রমিজ সতর্ক করেন, বড় দলের বিপক্ষে সফল হতে হলে পাকিস্তানের টপ অর্ডারকে আরও দৃঢ় হতে হবে, নইলে সমস্যায় পড়তে হবে।

