দীর্ঘদিন পর নেইমার জুনিয়রের জাতীয় দলে ফেরার কথা ছিল। ভক্ত-সমর্থকদের মধ্যে তৈরি হয়েছিল এক অন্যরকম উত্তেজনা। কিন্তু শেষ মুহূর্তে চোটে পড়ে স্বপ্নভঙ্গ। শুধু নেইমারই নন, বাদ পড়েছেন আরও দুই তারকা ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগো। অথচ এত তারকা অনুপস্থিতির পরও ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে প্রায় ৫৭ হাজার দর্শকের সামনে চিলির বিপক্ষে দাপুটে ৩-০ গোলের জয় তুলে নেয় সেলেসাওরা।
এই ম্যাচে গোল করেছেন ব্রাজিলের ভবিষ্যৎ তারকারা এস্তেভাও উইলিয়ান, লুকাস পাকেতা ও ব্রুনো গুইমারেস। তবে আলো ছড়িয়েছেন আরেক তরুণ, বদলি হিসেবে নামা লুইজ হেনরিক। মাত্র ২৪ বছর বয়সেই ম্যাচের গতিপথ বদলে দেওয়ার দক্ষতা দেখিয়ে নজর কেড়েছেন কোচ আনচেলত্তির।
বিজ্ঞাপন
ম্যাচের ৭২তম মিনিটে তার দুর্দান্ত একক ড্রিবলিংয়ের পর শটে হেড দিয়ে গোল করেন পাকেতা। এরপর ৭৬ মিনিটে তার নেওয়া শক্তিশালী শটটি গুইমারেস গোললাইনে ছুঁয়ে করে দেন তৃতীয় গোলটি। স্বল্প সময়ে এমন প্রভাব বিস্তার করায় কোচ আনচেলত্তিও ছিলেন মুগ্ধ 'হেনরিক অসাধারণ প্রতিভাবান। ক্লান্ত প্রতিপক্ষের বিপক্ষে এমন খেলোয়াড় মাঠে নামা মানেই খেলা বদলে যাওয়া।'
প্রায় এক বছর পর ব্রাজিলের জার্সি গায়ে খেলেছেন লুকাস পাকেতা। বাজি সংক্রান্ত বিতর্ক থেকে মুক্ত হয়ে ফিরে এসেই গোল করে জানান দিলেন, এখনও জাতীয় দলে জায়গা তার প্রাপ্য। কোচ আনচেলত্তির মন্তব্যেও মেলে আস্থা, 'পাকেতা আমাদের দলের অপরিহার্য। সে একাই মিডফিল্ড সামলাতে পারে।'
রিয়াল মাদ্রিদ ছাড়ার পর ব্রাজিলের দায়িত্ব নেওয়া আনচেলত্তি এখনো পরীক্ষা চালিয়ে যাচ্ছেন। তার দলগঠন কিছুটা ব্যতিক্রম পরীক্ষিতদের বাদ দিয়ে জায়গা দিচ্ছেন সম্ভাবনাময়দের। নেইমার, ভিনিসিয়ুস, রদ্রিগোদের মতো তারকারা না থাকলেও দলে যে তার অভাব পড়েনি, তা যেন বারবার প্রমাণ করছেন হেনরিক, পাকেতা কিংবা এস্তেভাওরা।
চিলির বিপক্ষে ম্যাচজুড়ে ব্রাজিল ছিল পুরোপুরি নিয়ন্ত্রণে। বল দখলে ছিল ৬৪ শতাংশের বেশি, শট ২২টি যার ৭টি লক্ষ্যে। অন্যদিকে, চিলি মাত্র তিনটি শট নিতে পেরেছে, একটিও লক্ষ্যে রাখতে পারেনি। ফুটবলীয় দিক থেকে একতরফা ম্যাচই বলা যায়।
বিজ্ঞাপন
ইতোমধ্যে কাতার বিশ্বকাপে খেলা নিশ্চিত করা ব্রাজিল বাছাইয়ের শেষ দিকে এসে আরও দৃঢ় প্রতিপত্তির ইঙ্গিত দিচ্ছে। চিলিকে হারিয়ে লাতিন আমেরিকার পয়েন্ট তালিকায় তারা উঠে এসেছে দ্বিতীয় স্থানে। ১৭ ম্যাচে ৮ জয়, ৬ ড্র ও ৩ হারে তাদের সংগ্রহ ২৮ পয়েন্ট। ১০ সেপ্টেম্বর তারা খেলবে বলিভিয়ার বিপক্ষে বাছাইয়ের শেষ ম্যাচ।
সংবাদ সম্মেলনে বিশ্বকাপ স্কোয়াড নিয়ে প্রশ্ন উঠলে আনচেলত্তি বলেন, '২৫-২৬ জনের স্কোয়াড চূড়ান্ত করা সহজ নয়। আমার কাজ একটু কঠিন হবে, কারণ অনেকেই ভালো খেলছে। কিন্তু এটা খুবই ইতিবাচক সংকট। আজ যারা খেলেছে, সবার পারফরম্যান্সে আমি সন্তুষ্ট।'

