দীর্ঘ ২৭ বছরের অপেক্ষা শেষে অবশেষে ইংল্যান্ডের মাটিতে ওয়ানডে সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা। ১৯৯৮ সালের পর এই প্রথম ইংল্যান্ডে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল প্রোটিয়ারা। সিরিজের প্রথম ম্যাচে সহজ জয় পাওয়ার পর দ্বিতীয় ওয়ানডেতে নাটকীয় এক লড়াইয়ে মাত্র ৫ রানে জয় পায় তারা। এতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে বাভুমার নেতৃত্বাধীন দলটি।
লর্ডসে টস হেরে প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা। ম্যাথু ব্রিটজের দুর্দান্ত ইনিংসে ভর করে প্রোটিয়ারা ৮ উইকেটে ৩৩০ রান তোলে। এটি লর্ডসের মাটিতে ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
বিজ্ঞাপন
ম্যাচ সেরা হন ২৬ বছর বয়সি ম্যাথু ব্রিটজ। তিনি ৭৭ বলে ৮৫ রানের ঝকঝকে ইনিংস খেলেন, যেখানে ছিল ৭টি চার ও ৩টি ছক্কা। তিনি ওয়ানডে ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে নিজের ক্যারিয়ারের প্রথম পাঁচ ইনিংসে ফিফটির কীর্তি গড়েন।
এছাড়া ট্রিস্টান স্টাবস করেন ৬২ বলে ৫৮ রান। ইংল্যান্ডের পক্ষে ৬২ রানে ৪ উইকেট নেন জোফরা আর্চার। ৩৩১ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় ইংল্যান্ড। তবে জো রুট, জ্যাকব বেথেল ও জস বাটলারের ফিফটিতে ম্যাচে ফিরে আসে তারা।
আর্চারের ব্যাটে শেষ দিকে রোমাঞ্চ ছড়ালেও শেষ রক্ষা হয়নি। শেষ ওভারে প্রয়োজন ছিল ১৬ রান। মুথুসামির প্রথম দুই বলে আসে ১ রান, এরপর তৃতীয় ও পঞ্চম বলে চার মারেন আর্চার। শেষ বলে প্রয়োজন ছিল ছক্কা, কিন্তু মারতে পারেননি, ম্যাচ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা।
ইংল্যান্ডের হয়ে বেথেল করেন ২৮ বলে ঝড়ো ফিফটি, রুট করেন ৫৮ বলে ৫০, বাটলার করেন ৫১ বলে ৬১ রান। প্রোটিয়াদের হয়ে ৬৩ রানে ৩ উইকেট নেন নান্দ্রে বার্গার এবং কেশব মহারাজ নেন ২টি উইকেট।
বিজ্ঞাপন
২০২৩ বিশ্বকাপের পর থেকে খেলা ছয়টি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজের মধ্যে পাঁচটিতেই হেরেছে ইংল্যান্ড। চলতি বছরে খেলা ১১টি ওয়ানডের মধ্যে ৮টিতেই তারা হেরেছে। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী রোববার, ৭ সেপ্টেম্বর, সাউথ্যাম্পটনে।

