রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

২০২৬ বিশ্বকাপে খেলা নিয়ে যা বললেন মেসি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৯ এএম

শেয়ার করুন:

২০২৬ বিশ্বকাপে খেলা নিয়ে যা বললেন মেসি

বুয়েন্স আইরেসের এস্তাদিও মনুমেন্তালে ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বে জোড়া গোল করে আর্জেন্টিনাকে ৩-০ গোলের জয় উপহার দিয়েছেন লিওনেল মেসি। তবে এই ম্যাচটি ছিল আরও বিশেষ। কারণ, ঘরের মাঠে এটিই ছিল মেসির শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ।

পরিবারকে পাশে রেখে এমন এক আবেগঘন রাত উপভোগ করেছেন আর্জেন্টাইন মহাতারকা। স্ত্রী আন্তোনেলা, তিন ছেলে, বাবা-মা সবাই ছিলেন গ্যালারিতে। ম্যাচ শেষে মেসি বলেন,'এভাবে শেষ করতে পারা সবসময় আমার স্বপ্ন ছিল। নিজের মানুষদের মাঝে থেকে এটা পাওয়া আমার কাছে অন্যরকম এক অনুভূতি। বার্সেলোনায় অনেক ভালোবাসা পেয়েছি, কিন্তু নিজের দেশে, নিজের সমর্থকদের সামনে এমন কিছু পাওয়া চিরকাল মনে রাখার মতো।'


বিজ্ঞাপন


দেশের মাঠে শেষ অফিসিয়াল ম্যাচ নিয়ে মেসির চোখে ছিল আবেগ,'জানি, এটা আমার ঘরের মাঠে শেষ অফিসিয়াল ম্যাচ। এই মাঠে অনেক কিছু দেখেছি, ভালো-খারাপ মিলিয়ে। তবে সবসময় ভালোবাসা পেয়েছি এবং উপভোগ করেছি। আজকের জয়টা এই বিশেষ মুহূর্তকে আরও অর্থবহ করে তুলেছে।'

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রশ্ন উঠতেই মেসি বলেন,'দেখা যাক... ম্যাচ বাই ম্যাচ এগোবো। মৌসুম শেষে ও প্রাক-মৌসুমের পর বুঝব শরীর কতটা প্রস্তুত। আশা করছি, ভালো থাকলে ২০২৬ বিশ্বকাপ নিয়েও ভাবব।'

২০০৬ সালে মাত্র ১৮ বছর বয়সে প্রথম বিশ্বকাপে অংশ নেন মেসি। এরপর থেকে দেশের হয়ে দীর্ঘ পথচলা, যেখানে ২০১৪ ও ২০২২ সালের বিশ্বকাপ ফাইনালে দলকে পৌঁছে দেন। কাতারে অবশেষে সেই বহু প্রতীক্ষিত বিশ্বকাপ ট্রফিও জিতেছেন। আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ প্রান্তে এসেও মেসির মাঠে এমন পারফরম্যান্স এবং দেশকে উপহার দেওয়া মুহূর্তগুলো সত্যিই স্মরণীয়। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর