রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আকাশের ভবিষ্যদ্বাণী

‘গ্রুপ পর্বেই এশিয়া কাপ যাত্রা থামবে বাংলাদেশের’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩০ পিএম

শেয়ার করুন:

‘গ্রুপ পর্বেই এশিয়া কাপ যাত্রা থামবে বাংলাদেশের’

এশিয়া কাপ মানেই এশিয়ার সেরা দলগুলোর লড়াই। আর প্রতিটি বৈশ্বিক টুর্নামেন্টের আগেই দলগুলো নিয়ে বিশ্লেষণে নামেন ভারতের জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক ও সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া। এবারের এশিয়া কাপ নিয়েও ব্যতিক্রম হয়নি।

বাংলাদেশ দল নিয়ে ইতিবাচক ও নেতিবাচক দুই দিকই তুলে ধরেছেন আকাশ। বিশেষ করে পেস বোলিং আক্রমণের ভূয়সী প্রশংসা করেছেন তিনি। তবে সামগ্রিকভাবে এবারের এশিয়া কাপে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে সন্দিহান তিনি।


বিজ্ঞাপন


আকাশ চোপড়ার মতে, বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি এখন পেস বোলিং। তাসকিন আহমেদ, তানজিম সাকিব এবং মুস্তাফিজুর রহমানের প্রশংসা করেন তিনি।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘তাসকিন আর তানজিম নতুন বলে দুর্দান্ত। মুস্তাফিজ নতুন ও পুরোনো, দুই বলেই কার্যকর। এই ফাস্ট বোলিং ইউনিটটা বেশ অভিজ্ঞ এবং শক্তিশালী। আমি তাসকিনকে সবচেয়ে বেশি নম্বর দিই, কারণ এখনও ১৪০ কিমি গতিতে বল করে।’

তিনি আরও বলেন, ‘বিশ্বাস করুন বা না করুন, বাংলাদেশ এখন একদম বদলে যাওয়া একটি দল। ওদের সবচেয়ে বড় শক্তি এখন পেস বোলিং।’

বাংলাদেশ এবার খেলবে 'বি' গ্রুপে, যেখানে প্রতিপক্ষ আফগানিস্তান, শ্রীলঙ্কা ও হংকং। গ্রুপ পর্বে অন্তত দুই ম্যাচ জিতলেই ‘সুপার ফোর’-এ জায়গা হবে।


বিজ্ঞাপন


কিন্তু আকাশ মনে করেন, বাংলাদেশ এই ধাপে গিয়েই আটকে যেতে পারে। তার ভাষায়, ‘আমার মনে হচ্ছে বাংলাদেশ গ্রুপ পর্বেই ফেঁসে যাবে। আফগানিস্তান আর শ্রীলঙ্কা কোয়ালিফাই করে যাবে। আফগানিস্তান টি-টোয়েন্টিতে রকেট টিম, আর শ্রীলঙ্কা মাল্টি-ন্যাশন টুর্নামেন্টে ভয় পায় না। ওরা একটা উপায় বের করেই ফেলে।’

তিনি উল্লেখ করেন, গতবারের টি-টোয়েন্টি এশিয়া কাপেও চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলঙ্কা, তাই তাদের ছোট করে দেখা ঠিক নয়।

বাংলাদেশ দলের দুর্বলতার দিকও আকাশ চিহ্নিত করেছেন। তার মতে, স্পিন বোলিং বিভাগে অভিজ্ঞতার ঘাটতি রয়েছে। এছাড়া ব্যাটিংয়ে লিটন দাসের ওপর অতিরিক্ত নির্ভরশীলতাও দলকে বিপদে ফেলতে পারে।

আকাশ বলেন, ‘লিটন দাস একজন কোয়ালিটি প্লেয়ার, কিন্তু এখন পর্যন্ত আন্ডার-অ্যাচিভার। ওর যতটা সম্ভাবনা, ততটা সফল হতে পারেনি। বাংলাদেশের ব্যাটিং অনেকটাই ওর ওপর নির্ভরশীল। আর বড় মুহূর্তে দলটা চোক করে ফেলে।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর