বাংলাদেশ ক্রিকেটের দুই তারকা সাকিব আল হাসান ও তামিম ইকবালের সম্পর্ক বেশ কিছুদিন ধরেই আলোচনায়। বর্তমানে সাকিব রাজনৈতিক কারণে দেশের বাইরে। অন্যদিকে তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতির পদে নির্বাচন করতে যাচ্ছেন। জানা যায়, যেখানে একটি বড় রাজনৈতিক দলের সমর্থনও রয়েছে তার পেছনে।
সম্প্রতি একটি পডকাস্টে প্রশ্ন করা হয় তামিমকে, যদি বিসিবির সভাপতি হন, তাহলে সাকিব আল হাসান জাতীয় দলে ফেরার সুযোগ পাবেন কি?
বিজ্ঞাপন
এ প্রসঙ্গে তামিম বলেন, “সে (সাকিব) একজন বাংলাদেশের ক্রিকেটার। যদি সে ফিট থাকে, অনুশীলন করতে পারে এবং নির্বাচকেরা তাকে উপযুক্ত মনে করেন, তবে অবশ্যই সে জাতীয় দলে সুযোগ পেতে পারে।”
সাবেক সরকারের এমপি থাকা অবস্থায় সাকিবের বিরুদ্ধে দেশে একাধিক মামলা হয়েছে, যার মধ্যে গুরুতর অভিযোগও রয়েছে। এসব প্রসঙ্গে তামিম বলেন, “দেশের পরিস্থিতি তো আমার নিয়ন্ত্রণে নেই। তার বিরুদ্ধে মামলা আছে, সে যদি দেশে ফিরে সেগুলোর মুখোমুখি হতে পারে এবং অনুশীলনে যোগ দেয়, তবে জাতীয় দলে তার জন্য দরজা খোলা থাকবে। সাকিব তো কোনো বিদেশি ক্রিকেটার না, সে বাংলাদেশেরই সন্তান।”
তামিম আরও স্পষ্ট করে বলেন, “কোর্টের মামলা চালানো বা উঠিয়ে নেওয়া তো বিসিবির হাতে নেই। জাতীয় দলে খেলতে হলে তাকে দেশে ফিরে মাঠে নামতে হবে। এটা একেবারে সরল সত্যি কথা।”

