রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নেইমারের ক্ষোভের জবাব দিলেন ব্রাজিল কোচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৭ এএম

শেয়ার করুন:

নেইমারের ক্ষোভের জবাব দিলেন ব্রাজিল কোচ

ব্রাজিল জাতীয় দলের স্কোয়াডে নেইমারকে না রাখায় শুরু থেকেই তৈরি হয়েছিল বিতর্ক। এবার সেই বিষয়ে স্পষ্ট বক্তব্য দিলেন কোচ কার্লো আনচেলত্তি। জানালেন, নেইমারকে বাদ দেওয়া হয়েছে টেকনিক্যাল কারণে, শারীরিক সমস্যার জন্য নয়।

গত ২৫ আগস্ট চিলি ও বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের জন্য ঘোষিত দলে নেইমারের নাম না থাকায় বিষয়টি আলোচনায় আসে। প্রথমে আনচেলত্তি বলেছিলেন, নেইমারের হালকা চোট ছিল, তবে নেইমার নিজেই জানিয়েছেন, তিনি পুরোপুরি ফিট ছিলেন এবং খেলেছেনও। তাই বাদ পড়ার কারণ হিসেবে তিনি কোচের সিদ্ধান্তকে মেনে নিয়েছেন।


বিজ্ঞাপন


নেইমারের ভাষায়, “আসলে এটা তেমন গুরুতর কিছুই ছিল না। আমি খেলেছি, তাই এটা শারীরিক সমস্যার জন্য হয়নি। আমি মনে করি আমাকে টেকনিক্যাল কারণে বাদ দেওয়া হয়েছে। এটা কোচের সিদ্ধান্ত এবং তা আমি সম্মান করি।”

এ বিষয়ে বুধবার সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, “হ্যাঁ, নেইমারকে বাদ দেওয়া টেকনিক্যাল সিদ্ধান্ত। খেলোয়াড় কী করছে, অতীতে কী করেছে, শারীরিক ফিটনেস—সব মিলিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নেইমারের মান নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু প্রতিদিন তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করতে হয়। জাতীয় দলে প্রতিযোগিতা অনেক বেশি। আমাদের হাতে প্রায় ৭০ জন যোগ্য খেলোয়াড় রয়েছে।”

বিশ্বকাপ বাছাইপর্বে বৃহস্পতিবার রাতে মারাকানায় চিলির মুখোমুখি হবে ব্রাজিল। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে আনচেলত্তি জানিয়ে দেন, প্যারাগুয়ের বিপক্ষে খেলা চার ফরোয়ার্ড নিয়ে এবারও মাঠে নামবে দল।

আনচেলত্তি বলেন, “প্যারাগুয়ের বিপক্ষে আমরা সন্তুষ্ট ছিলাম দলের পারফরম্যান্সে। চিলির বিপক্ষেও চাই একই রকম আক্রমণাত্মক ও গতিময় খেলা, সঙ্গে ভালো ডিফেন্স ও বলের ওপর চাপ।”


বিজ্ঞাপন


তিনি আরও জানান, জোয়াও পেদ্রো খেলতে পারেন নাম্বার ১০ কিংবা সেন্টার ফরোয়ার্ড হিসেবে। আর এস্তেভাও সম্পর্কে বলেন, “আধুনিক ফুটবলে এমন ভেতরে খেলা মিডফিল্ডার কম। এস্তেভাও সেই ধরনের খেলোয়াড়, যে রাফিনিয়া, ভিনিসিয়ুস বা মার্তিনেল্লির মতো ভেতরে খেলতে পারে।”

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর