আসন্ন এশিয়া কাপের জন্য বড় এক ধাক্কা খেল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ‘ড্রিম ১১’ হঠাৎ করে জাতীয় দলের মূল স্পনসরশিপ চুক্তি থেকে সরে দাঁড়ানোয় বড় ধরনের সংকটে পড়েছে দল। ফলে স্পনসরহীন ভাবেই এশিয়া কাপের মাঠে নামতে হচ্ছে সূর্যকুমার যাদবদের।
গত মাসেই ভারতের সংসদে পাশ হয় অনলাইন গেমিং নিয়ন্ত্রণ বিল, যেখানে রিয়েল মানি গেম নিষিদ্ধ করা হয়েছে। এই আইনেই বিপাকে পড়ে 'ড্রিম ১১'। যাদের মূল ব্যবসাই এই রিয়েল মানি গেমিং ঘিরে। সরকারের নতুন নিয়ম অনুযায়ী, তারা আগেই বিসিসিআইকে জানিয়েছে চুক্তি থেকে সরে আসার কথা। যদিও চুক্তির মেয়াদ ছিল ২০২৬ সাল পর্যন্ত।
বিজ্ঞাপন
এই সংকট কাটাতে গতকাল (মঙ্গলবার) থেকেই নতুন স্পনসর খোঁজার প্রক্রিয়া শুরু করেছে বিসিসিআই। তারা আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ এবং ১৬ সেপ্টেম্বরের মধ্যে বিড জমা দেওয়ার আহ্বান জানিয়েছে। তবে ততদিনে তো এশিয়া কাপ পুরোদমে চলবে!
নতুন বিজ্ঞপ্তিতে বিসিসিআই স্পষ্ট জানিয়েছে, মদ, জুয়া, বেটিং, ক্রিপ্টোকারেন্সি, তামাকজাত পণ্য এবং পর্নোগ্রাফি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো কোনোভাবেই বিড করতে পারবে না।
এমন অস্বস্তিকর পরিস্থিতি আগেও ঘটেছে। ২০১৯ সালে মোবাইল নির্মাতা ‘ওপ্পো’ চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই সরে দাঁড়ায়। সেই শূন্যতা পূরণ করেছিল ‘বাইজুস’। এরপর ২০২৩ সালে তিন বছরের জন্য মূল স্পনসর হয় ‘ড্রিম ১১’। এবার তারাও গেল মাঝপথে সরে।
সব ঠিক থাকলে ৪ সেপ্টেম্বর এশিয়া কাপে অংশ নিতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে উড়াল দেবে ভারত। এশিয়া কাপে ‘এ’ গ্রুপে পাকিস্তান, ওমান এবং সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলবে ভারত। ১০ সেপ্টেম্বর আমিরাতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু ভারতের এশিয়া কাপ অভিযান।

