রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বাংলাদেশ ক্রিকেটারদের ‘পাওয়ার হিটিং’ নিয়ে যা বললেন উড 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৪ এএম

শেয়ার করুন:

বাংলাদেশ ক্রিকেটারদের ‘পাওয়ার হিটিং’ নিয়ে যা বললেন উড 

দেখতে দেখতে শেষ হতে চলেছে জুলিয়ান উডের বাংলাদেশের সঙ্গে সংক্ষিপ্ত কিন্তু প্রাণবন্ত যাত্রার। এক মাসের এই অধ্যায়ে অনূর্ধ্ব-১৯, নারী ক্রিকেট, স্থানীয় কোচিং এবং জাতীয় দলের সঙ্গে নিবিড়ভাবে কাজ করেছেন তিনি। আর এখন, নেদারল্যান্ডসের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি দিয়েই শেষ হচ্ছে বিসিবির সঙ্গে তার ৩০ দিনের চুক্তি।

গত মাসে বিসিবির সঙ্গে যুক্ত হয়েছিলেন ‘পাওয়ার হিটিং’ বিশেষজ্ঞ এই ইংলিশ কোচ। এসেই হাত লাগিয়েছেন মাঠে, প্রথমেই কর্মশালা করেছেন স্থানীয় কোচদের নিয়ে। এরপর একে একে কাজ করেছেন যুবারা, নারী ক্রিকেটার এবং জাতীয় দলের তারকাদের সঙ্গে।


বিজ্ঞাপন


নারী দলে নিগার সুলতানা জ্যোতি, শারমিন আক্তার সুপ্তা, অনূর্ধ্ব-১৯ দলে জাওয়াদ আবরার, আজিজুল হাকিম তামিমদের নিয়ে বিশেষ সেশন করেছেন তিনি। আর জাতীয় দলের লিটন দাস, ইমন, তানজিদদের সঙ্গে করেছেন টেকনিক্যাল কাজ। ব্যাট সুইং বাড়াতে ব্যবহার করেছেন প্রো ভেলোসিটি ব্যাট, শিখিয়েছেন নানা পাওয়ার ড্রিল।

কিন্তু সময়টা যেন চোখের পলকেই শেষ। দীর্ঘমেয়াদি কোনো পরিকল্পনা নয়, তাই মেয়াদ বাড়ানোর আগ্রহ দেখায়নি বিসিবি। বিদায়ের আগে মঙ্গলবার শেষবারের মতো জাকের আলী অনিক, তাওহীদ হৃদয়দের নিয়ে কাজ করেছেন তিনি।

দেশের একটি গণমাধ্যমের সঙ্গে আলাপে উড বলেন, “খুবই ভালো অভিজ্ঞতা ছিল। কষ্টের বিষয় যে শেষ হয়ে যাচ্ছে। তবে সময়টা উপভোগ করেছি। ক্রিকেটাররাও পারফর্ম করেছে, এটিই সবচেয়ে রোমাঞ্চকর ব্যাপার।”

তবে কণ্ঠে রয়ে গেছে একটুখানি আফসোস। “হ্যাঁ, অবশ্যই! আরও কিছুদিন এখানে থাকতে পারলে ভালো লাগত। তাদের সঙ্গে আরও কাজ করতে পারতাম। কারণ, তারা এখনো সামর্থ্যের চূড়ায় পৌঁছায়নি। এই দলের ক্রিকেটারদের মধ্যে কোনো ইগো নেই, দারুণ একটা দল। ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা রইল।”

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর