রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

যে কারণে আবার বিসিবি সভাপতি হতে চাইছেন বুলবুল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৪ পিএম

শেয়ার করুন:

যে কারণে আবার বিসিবি সভাপতি হতে চাইছেন বুলবুল

গত বছর দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর হাওয়া বদল হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি)। তখনকার সভাপতি নাজমুল হোসেন পাপন পদত্যাগ করার পর এনএসসি মনোনীত পরিচালক হয়ে সভাপতি নির্বাচিত হন ফারুক আহমেদ। তবে নানান অভিযোগের কারণে তাঁকে সরিয়ে সভাপতি করা হয় আমিনুল ইসলাম বুল্বুলকে। 

বিসিবির সভাপতির দায়িত্ব নিতে আইসিসির চাকরি ছেড়ে আসেন বুলবুল। দায়িত্ব নিয়েই তিনি জানিয়েছিলেন, সভাপতি হিসেবে একটি টি-টোয়েন্টি ইনিংস খেলেই চলে যাবেন তিনি।


বিজ্ঞাপন


তবে বিসিবির সভাপতি হিসেবে ইতোমধ্যেই দক্ষতার পরিচয় দেওয়া বুলবুল এবার টি-টোয়েন্টি ইনিংসটাকে বড় করতে চাইছেন। খেলতে চাইছেন ওয়ানডে। তাই তো ক্রিকেট বোর্ডের আসন্ন নির্বাচনে পরিচালক পদে নির্বাচনের ঘোষণা দিয়েছেন তিনি।

আগামী অক্টোবরেই অনুষ্ঠিত হবে বিসিবি নির্বাচন। আজ সকালে সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শনে গিয়ে নির্বাচন করার ঘোষণা দেন। পরে বিকেলে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন, কেনো তিনি আবার সভাপতি হতে চান।

বুলবুল বলেন, ‘আমার (নির্বাচন করতে চাওয়ার) একটাই কারণ। যে কাজগুলো শুরু করেছিলাম, সেই কাজগুলো ভালোভাবে এগিয়ে চলছে এবং এই কাজগুলো অর্ধেক ফেলে না রেখে যেন সামনে এগিয়ে নিয়ে যেতে পারি। সেটাই একটা মূল কারণ এখানে কন্টিনিউ করতে চাওয়ার।’

 তিনি আরও বলেন, ‘আমি বলেছিলাম একটা কুইক ইনিংসের কথা। কুইক ইনিংসটা তো এখনো শেষ হয়নি। কুইক ইনিংসটা শেষ হোক। কন্টিনিউ যদি করতে পারি, টি-টোয়েন্টি থেকে ফিফটি-ফিফটিতে যাব। আর তার চেয়েও বড় কথা, আমার কাছে মনে হয়, যে সম্ভাবনা আমাদের আছে, এটা পরের ধাপে নিয়ে যাওয়ার জন্য যে কাজগুলো করতে হয়—সেই কাজগুলো করার জন্য মনস্থির করেছি যে আমি কন্টিনিউ করতে চাই।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর