ক্লাব ফুটবলে বিরতি দিয়ে শুরু হচ্ছে ফিফা উইন্ডোতে। সেপ্টেম্বরের আন্তর্জাতিক বিরতিতে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দলও। নেপালের বিপক্ষে দুইটি প্রীতি ম্যাচ খেলবে লাল-সবুজের দল। তবে আসন্ন দুই ম্যাচে দলে থাকবেন না হামজা চৌধুরি।
চলতি মাসে ফিফা উইন্ডোতে বাংলাদেশ নেপালের বিপক্ষে দুইটি ম্যাচ খেলবে ৬ ও ৯ সেপ্টেম্বর। আগামীকাল কাঠমান্ডুর উদ্দেশে রওনা হবেন তপু বর্মণরা। তবে এই দুই ম্যাচে হামজা চৌধুরির না থাকার বিষয়টি আজ নিশ্চিত করেছে বাফুফে।
বিজ্ঞাপন
নেপালের বিপক্ষে এই দুই ম্যাচে হামজাকে না পাওয়া যাওয়ার কারণ তার চোট নিয়ে শঙ্কা। ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগে লেস্টার শেষ ম্যাচ খেলেছে ৩০ আগস্ট। তাদের পরের ম্যাচের মাঝে পাক্কা ১৪ দিনের ফারাক। বার্মিংহ্যামের বিপক্ষে সেই ম্যাচ শুরু থেকে খেললেও চোট পেয়ে ৭২ মিনিটে মাঠ ছেড়েছিলেন হামজা।
সেই চোট গুরুতর না হলেও সতর্কতার জায়গা থেকেই তাঁকে ছাড়ছে না লেস্টার। এ কারণেই হামজা নেপালের বিপক্ষে খেলতে পারবেন না। আজ বিকেলে বাফুফে ভবনে জাতীয় দলের ম্যানেজার আমের খান জানিয়েছেন হামজার না খেলার খবর।
তিনি বলেন, ‘নেপাল সফরে হামজা আসছেন না। শেষ ম্যাচে তিনি কিছুটা ব্যথা পেয়েছেন। আবার ১৩ সেপ্টেম্বর লেস্টার সিটির খেলা রয়েছে। ক্লাবের সূচি এবং সুস্থতা বিবেচনায় হামজা সেপ্টেম্বর উইন্ডোতে নেপালে খেলবে না এটা তার এজেন্ট আমাদের জানিয়েছে।’
হামজার না থাকার বিষয়ে জাতীয় দলের আরেক ফুটবলার তপু বর্মণ বলেন, 'হামজাকে ছাড়া আমাদের জন্য একটু কষ্টই হবে। তবে আমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করব।’

