রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিশ্বকাপে ব্রাজিল দলে থাকছেন না নেইমার?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৭ পিএম

শেয়ার করুন:

তবে কি নেইমারকে বাদ দিয়েই ব্রাজিলের ভবিষ্যৎ ভাবছেন আনচেলত্তি

ব্রাজিল ফুটবলের আধুনিক যুগের পোস্টারবয় নেইমার জুনিয়র। সেলেসাওদের জার্সিতে সবচেয়ে বেশি গোলের রেকর্ডটা তার দখলেই। দলকে ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা এনে দিতে চেষ্টাও তিনি কম করেননি। তবে সফল হননি। শেষ চেষ্টা হিসেবে পাখির চোখ করেছেন ২০২৬ বিশ্বকাপকে। তবে আসন্ন এ টুর্নামেন্টে কি শেষ পর্যন্ত খেলতে পারবেন তিনি, নাকি কার্লো আনচেলত্তি তাকে ছাড়াই সাজাবেন ব্রাজিলের স্কোয়াড।

ব্রাজিলকে হেক্সা জেতানোর লক্ষ্য নিয়েই প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন ইউরোপের ক্লাব ফুটবলের সফলতম কোচ আনচেলত্তি। ধারণা করা হচ্ছিল, ইতালিয়ান এই কোচের দলে মূল ভূমিকায় থাকবেন নেইমারই। তাঁকে সাহায্য করবেন ভিনিসিউস, রদ্রিগোরা। তবে সাম্প্রতিক ঘটনা প্রবাহে তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।


বিজ্ঞাপন


আনচেলত্তি দায়িত্ব নেওয়ার পর এখনও ব্রাজিলের জার্সিতে মাঠে নামা হয়নি নেইমারের। তা মূলত তার চোটের কারণেই। তবে চোট থেকে সুস্থ হয়ে সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ দিয়েই নেইমার আবার দলে ফিরবেন এমনটাই ভাবা হচ্ছিল। তবে আসন্ন দুই ম্যাচের দল ঘোষণার আগে জানা যায়, আবার চোটে পড়েছেন নেইমার। এ কারণে তাঁকে ছাড়াই হতে পারে দল।

২৫ আগস্ট রাতে আনচেলত্তি যখন ২৫ জনের স্কোয়াড ঘোষণা করেন তখন দেখা যায়, সত্যিই নেইমার নেই দলে। তাকে না রাখার কারণ হিসেবে আনচেলত্তি জানান, নেইমারের চোটের কথা। তিনি বলেন, নেইমার ছোটখাটো চোটে পড়েছে। আমাদের নেইমারকে মূল্যায়নের প্রয়োজন নেই। আমরা সবাই জানি সে কে এবং কী করতে পারে। তাকে জাতীয় দলকে যেভাবে সাহায্য করতে দেখে এসেছি আমরা, সে জন্য আমাদের তাকে সেরা অবস্থায় পেতে হবে।’

তবে নেইমার অবশ্য বলছেন ভিন্ন কথা। তারকা এই ফুটবলার জানিয়েছেন, তার তেমন কোনো চোট নেই। খেলার মত পরিস্থিতিতেই ছিলেন তিনি। এমনকি গতকাল ফ্লুমিনেন্সের বিপক্ষে সান্তোসের হয়ে পুরো ৯০ মিনিট খেলেছেনও তিনি।

neymar_carlo_ancelotti_05122025.png


বিজ্ঞাপন


নেইমার বলেন, ‘অ্যাডাক্টরে কিছুটা ফোলা আর অস্বস্তি ছিল। তবে সেটা গুরুতর কিছু নয়, এর প্রমাণ হলো আজ আমি খেলেছি। ২৪ আগস্ট বাহিয়ার বিপক্ষে খেলার সুযোগ ছিল না। তাই কয়েকটা অনুশীলন বাদ দিয়ে আমাকে বিশ্রাম দেওয়া হয়েছিল।’

চোটের কারণে দল থেকে বাদ পড়েছেন কি না, এ বিষয়ে নেইমার বলেন, ‘আমাকে বাদ দেওয়ার কারণ ছিল সম্পূর্ণ টেকনিক্যাল। শারীরিক অবস্থার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এটা কোচের সিদ্ধান্ত, আর আমি তা সম্মান করি। আমি যেহেতু এখন দলে নেই, এখন বাইরে বসে দলকে সমর্থন করতে হবে।’

লম্বা সময় ধরে ব্রাজিলের জার্সিতে নেই নেইমার। বিশ্বকাপের আগে সেলেসাওদের খুব বেশি ম্যাচও নেই। তাই ছন্দে ফিরতে বিশ্বকাপ বাছাইয়ের এই দুই ম্যাচে নেইমারের খেলা ছিল খুবই গুরুত্বপূর্ণ। তবে তাঁকে রাখেননি আনচেলত্তি। এমন অবস্থায় ভক্তদের মনে সংশয়, তবে কি অতি চোটপ্রবণ নেইমারকে বাদ দিয়েই ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডের পরিকল্পনা করছেন আনচেলত্তি। উত্তর হয়তো পাওয়া যাবে খুব শীঘ্রই।  

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর