হাভিয়ের কাবরেরা তার শীষ্য-সাবুদ নিয়ে বুধবার যাবেন কাঠমান্ডুতে। নেপালে স্বাগতিকদের সঙ্গে ৬ ও ৯ সেপ্টেম্বর দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলেবে জাতীয় দল। ফুটবলপ্রেমীদের মনে ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন- 'নেপালে কী লাল-সবুজ জার্সিতে দেখা যাবে হামজাকে?' প্রীতি সফরের জন্য লেস্টার সিটি কী ছাড়বে তাদের অধিনায়ককে।
ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগে লেস্টার শেষ ম্যাচ খেলেছে ৩০ আগস্ট। তাদের পরের ম্যাচের মাঝে পাক্কা ১৪ দিনের ফারাক। বার্মিংহ্যামের বিপক্ষে সেই ম্যাচ শুরু থেকে খেললেও চোট পেয়ে ৭২ মিনিটে মাঠ ছেড়েছিলেন হামজা। তবে সেটা খুব গুরুতর নয়। আর তাকে নিয়ে ধোঁয়াশাটা বেশকিছু দিন ধরেই তৈরী হয়েছে জাতীয় দলের ক্যাম্পেই।
বিজ্ঞাপন
অবশেষে সেই ধোঁয়াশাটাই সত্য হলো। জানা যায়, নেপালের বিপক্ষে খেলছেন না হামজা। টিম ম্যানেজমেন্টকে নিশ্চিত করেছেন হামজার এজেন্ট।
হামজার থাকা না থাকা নিয়ে ভিন্ন বক্তব্য আসছে দলের পক্ষ থেকে। হামজা ভাবনাটা পেয়ে বসেছে সতীর্থদেরও। সোমবার বসুন্ধরা কিংস থেকে দশ ফুটবলার আসায় নেপালের প্রস্তুতি পূর্ণতা পেয়েছে। ২৩ জন নিয়ে প্রথমবার হয়েছে অনুশীলন। বসুন্ধরার ডিফেন্ডার তপু বর্মণকেই কথা বলতে হয়েছে হামজাকে নিয়ে।
কোচ হামজার না থাকায় সমস্যা না দেখলেও তপু মনে করেন, তাকে বাদ দিয়ে খেলাটা দলের সহজ নয়, 'সে যদি নেপাল ম্যাচের আগে যোগ দিতে পারে অবশ্যই আমাদের জন্য ভালো হবে। কারণ সবসময় তো হামজাকে দিয়েই সবকিছু শুরু করি এবং তাকে অনুসরণ করি। সে আমাদের সঙ্গে থাকলে অবশ্যই ইতিবাচক হতো। তাঁর এখন ব্যস্ত সূচি চলছে। হামজাকে ছাড়া আমাদের জন্য একটু কষ্টই হবে। তবে আমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করব।’

