ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ম্যানেজার এরিক টেন হাগকে মাত্র দুই লিগ ম্যাচের পরই বরখাস্ত করেছে জার্মান ক্লাব বায়ার লেভারকুসেন। ৫৫ বছর বয়সী এই ডাচ কোচকে চলতি মৌসুম শুরুর আগে লেভারকুসেনের দায়িত্ব নেন। তার আগে গত অক্টোবরে ম্যানচেস্টার ইউনাইটেড তাকে বিদায় করে। তবে জার্মান ক্লাবে তিনি টিকতে পারলেন মাত্র কয়েক সপ্তাহই।
গত এক সপ্তাহে এ নিয়ে টানা তিনজন সাবেক ইউনাইটেড কোচ চাকরি হারালেন। বৃহস্পতিবার বেসিকতাস থেকে বিদায় নেন ওলে গুনার সোলশার, শুক্রবার ফেনারবাচে ছাড়তে হয় হোসে মরিনিয়োকে। আর এবার টেন হাগও যোগ দিলেন সেই তালিকায়।
বিজ্ঞাপন
লেভারকুজেনের ব্যবস্থাপনা পরিচালক সিমন রলফস ক্লাবের বলেন, “আমরা কেউই এই সিদ্ধান্ত নিতে চাইনি। তবে গত কয়েক সপ্তাহে পরিষ্কার হয়েছে, বর্তমান কাঠামোর মধ্যে নতুন ও সফল একটি দল তৈরি করা সম্ভব নয়।”
টেন হাগের ছাঁটাই হওয়া বুন্দেসলিগার ইতিহাসে সবচেয়ে দ্রুততম কোচ বরখাস্তের রেকর্ড। টেন হাগকে মাত্র দুই ম্যাচ পরই বিদায় জানানো হলো, যেখানে আগের রেকর্ড ছিল পাঁচ ম্যাচের। দুই ম্যাচে লেভারকুজেন সংগ্রহ করেছে মাত্র এক পয়েন্ট। মৌসুম শুরুর প্রথম ম্যাচে তারা হোফেনহাইমের কাছে ২-১ গোলে হারে। এরপর শনিবার ১০ জনের ওয়ের্ডার ব্রেমেনের বিপক্ষে ২-০ ও ৩-১ গোলের লিড নিয়েও শেষ পর্যন্ত ৩-৩ গোলে ড্র করতে হয়।
গত মে মাসে জাভি আলোনসোর উত্তরসূরি হিসেবে লেভারকুসেনের সঙ্গে দুই বছরের চুক্তি করেছিলেন টেন হাগ। আলোনসো লেভারকুসেনকে ২০২৩-২৪ মৌসুমে লিগ ও কাপ জেতানোর পর রিয়াল মাদ্রিদের কোচ হন।
লেভারকুজেন সিইও ফের্নান্দো কারো বলেন, “মৌসুমের এতটা শুরুর দিকে বিচ্ছেদটা বেদনাদায়ক হলেও আমাদের কাছে এটি জরুরি মনে হয়েছে। আমরা মৌসুমের লক্ষ্য পূরণে দৃঢ়প্রতিজ্ঞ। আর সেটি করতে হলে প্রথম দলকে সবদিক থেকে সেরা পরিবেশ দিতে হবে।”

