রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ইতিহাস গড়ল নারী বিশ্বকাপের প্রাইজমানি, পুরুষদের চেয়েও বেশি অর্থ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৪ পিএম

শেয়ার করুন:

ইতিহাস গড়ল নারী বিশ্বকাপের প্রাইজমানি, পুরুষদের চেয়েও বেশি অর্থ

ক্রিকেট বিশ্বে ঘটল নজিরবিহীন এক ঘটনা। ২০২৫ নারী ক্রিকেট বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৪.৪৮ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৪ কোটি টাকা!) যা কিনা ছাপিয়ে গেছে পুরুষদের ২০২৩ বিশ্বকাপজয়ীদের পুরস্কারকেও। 

এই অভূতপূর্ব ঘোষণা দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি (ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল)। তারা জানিয়েছে, ২০২৫ নারী বিশ্বকাপের জন্য মোট পুরস্কার পুল ধরা হয়েছে ১৩.৮৮ মিলিয়ন ডলার, অর্থাৎ প্রায় ১৬৮ কোটি ৩৭ লাখ টাকা। যা ২০২২ সালের বিশ্বকাপের তুলনায় প্রায় ২৯৭ শতাংশ বেশি!


বিজ্ঞাপন


২০২২ সালে অস্ট্রেলিয়ার হাতে উঠেছিল চ্যাম্পিয়নশিপ ট্রফি, পুরস্কার পেয়েছিল মাত্র ১.৩২ মিলিয়ন ডলার। এবার সেই অঙ্ক বেড়ে দাঁড়িয়েছে ৪.৪৮ মিলিয়নে, যা বৃদ্ধির হার ২৩৯ শতাংশ! অন্যদিকে, পুরুষদের ২০২৩ বিশ্বকাপ চ্যাম্পিয়ন পেয়েছিল ৪ মিলিয়ন ডলার। অর্থাৎ এবার নারী ক্রিকেটাররা সেই অঙ্কও ছাড়িয়ে গেলেন।

এই টুর্নামেন্টে শুধু চ্যাম্পিয়ন নয়, রানার্স-আপ দল পাবে ২.২৪ মিলিয়ন ডলার (প্রায় ২৭ কোটি টাকা)। আর সেমিফাইনালে হেরে যাওয়া দুই দল পাবে ১.১২ মিলিয়ন ডলার করে। আগের টুর্নামেন্টের তুলনায় প্রতিটি ধাপেই প্রায় দেড় গুণ বা তার বেশি বৃদ্ধি।

গ্রুপ পর্বের প্রতিটি জয়ের জন্য দলগুলো পাবে ৩৪,৩১৪ ডলার করে। গ্রুপে পঞ্চম ও ষষ্ঠ হওয়া দল পাবে ৭০০,০০০ ডলার করে, আর সপ্তম ও অষ্টম দলের জন্য বরাদ্দ ২৮০,০০০ ডলার। এমনকি, প্রতিটি অংশগ্রহণকারী দল কমপক্ষে ২৫০,০০০ ডলার নিশ্চিতভাবে পাবে, যা ক্রিকেটের ইতিহাসে নারী টুর্নামেন্টের জন্য এক বিশাল অর্জন।

আইসিসি চেয়ারম্যান জয় শাহর বার্তা, 'সমান মর্যাদা ও সুযোগ'। আইসিসি চেয়ারম্যান জয় শাহ এই পদক্ষেপকে নারী ক্রিকেটের জন্য এক বিপ্লবী মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন। তাঁর ভাষায়, 'এই পুরস্কার কাঠামো স্পষ্টভাবে প্রমাণ করে যে, নারী ক্রিকেটাররা যদি পেশাদারভাবে খেলতে চান, তাহলে তারা পুরুষদের মতোই সম্মান ও আর্থিক সুযোগ পাবেন। এটি নারী ক্রিকেটে বিনিয়োগের দৃঢ় প্রতিশ্রুতি।' 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর