রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সিলেট থেকে আজই আসতে পারে নির্বাচনী চূড়ান্ত রোডম্যাপ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৬ পিএম

শেয়ার করুন:

সিলেট থেকেই আজ আসতে পারে নির্বাচনী চূড়ান্ত রোডম্যাপ

সময় ঘনিয়ে এসেছে। এরই মধ্যে একাধিক প্রার্থী নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন শেষ পর্যন্ত হবে কি না এ নিয়েই আজ বোর্ড সভা অনুষ্ঠিত হবে সিলেটের একটি পাঁচ তারকা হোটেলে। ঢাকার বাইরে চট্টগ্রামে বিসিবির সভা হয়েছে। 

তবে সিলেটে এবার প্রথম কোনো বোর্ড সভা হতে যাচ্ছে। বিসিবির সভায় নির্বাচন নিয়ে আলোচনা প্রাধান্য পাচ্ছে। এরপর রয়েছে ঢাকা লিগ ও বিপিএলে ফিক্সিং-কাণ্ড নিয়ে তদন্ত কমিটির দেওয়া রিপোর্ট নিয়ে আলোচনা। সেখানে বড় কোনো সিদ্ধান্ত আসতে পারে। বিপিএলের জন্য যে ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ নির্ধারণ করা হয়েছে সেটাও আজ জানানো হবে।  


বিজ্ঞাপন


এই সভায় আসন্ন বিসিবি নির্বাচন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন বিসিবি পরিচালক ইফতেখার আহমেদ মিঠু। গণমাধ্যমকে বিসিবি’র মিডিয়া কমিটির চেয়ারম্যান জানিয়েছেন, ‘বোর্ড সভায় আমরা আসন্ন নির্বাচনের জন্য নির্বাচন কমিশন গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেব।’

এর বাইরে আজই চূড়ান্ত হয়ে যেতে পারে আইএমজি’র সঙ্গে বিসিবি’র গাঁটছড়া। বাংলাদেশ প্রিমিয়ার লিগের জন্য আন্তর্জাতিক স্পোর্টস মার্কেটিং এজেন্সি নিয়োগের যে বিজ্ঞাপণ দিয়েছিল বিসিবি, সেই বিজ্ঞাপণ অনুযায়ী আগ্রহপত্র জমা দিয়েছিল বেশ কয়েকটি প্রতিষ্ঠান। তাদের ভেতর থেকে যাচাই বাছাই করে আইপিএলের সঙ্গে কাজ করা বহুজাতিক সংস্থা আইএমজিকেই বেছে নিয়েছে বিসিবি, এই দুই পক্ষের চুক্তির মেয়াদ ও শর্ত চূড়ান্ত হবার পর আজই সেটা অনুমোদন হতে পারে বোর্ড সভায়।

এর বাইরে পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড এর সঙ্গে চুক্তির মেয়াদ বৃদ্ধি, মনোবিদ ডেভিড স্কটের বিকল্প অনুসন্ধান সহ অন্যান্য বেশ কিছু বিষয়েও আসতে পারে সিদ্ধান্ত

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর