রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পূজারাকে বিশেষ চিঠি মোদির

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৭ এএম

শেয়ার করুন:

পূজারাকে বিশেষ চিঠি মোদির

ভারতীয় দলে টেস্ট স্পেশালিস্ট হিসেবেই পরিচিত ছিলেন চেতেশ্বর পূজারা। ১০৩ টেস্ট খেলা এই ব্যাটার সম্প্রতি সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। তার দীর্ঘ ও সফল ক্যারিয়ারের প্রশংসা করে অবসরের চারদিন পর গত ২৮ আগস্ট পূজারাকে অভিনন্দন জানিয়ে চিঠি দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই চিঠি হাতে পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পুজারা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ চিঠির একটি ছবি শেয়ার করে পুজারা লেখেন,'আমার অবসরের পর মাননীয় প্রধানমন্ত্রী যে প্রশংসাসূচক চিঠি পাঠিয়েছেন, তা পেয়ে আমি সম্মানিত। তার উষ্ণ বার্তাগুলি খুবই স্পর্শ করেছে। আমি আমার দ্বিতীয় ইনিংস শুরু করছি, কিন্তু মাঠে কাটানো প্রতিটি মুহূর্ত এবং সমর্থকদের ভালোবাসা আমি আজীবন মনে রাখব। ধন্যবাদ স্যার।'


বিজ্ঞাপন


GzrMT-9bEAAAB_a

চেতেশ্বর পুজারা ২৪ আগস্ট অবসরের ঘোষণা দেন। টেস্ট ক্রিকেটে তিনি ভারতের হয়ে ১০৩টি ম্যাচে খেলেছেন এবং করেছেন ৭,১৯৫ রান, গড় ৪৩.৬০। ওয়ানডে খেলেছেন মাত্র ৫টি। ভারতের হয়ে শেষবার খেলেন ২০২৩ সালের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।

প্রধানমন্ত্রী মোদী তার চিঠিতে লেখেন,'আজকের দিনে যখন ছোট ফরম্যাটের ক্রিকেট দাপট দেখাচ্ছে, তখন আপনি লম্বা ফরম্যাটের সৌন্দর্যকে ধরে রেখেছেন। কঠিন পরিস্থিতিতেও আপনার ধৈর্য, মনোযোগ এবং দায়িত্ব নেওয়ার মানসিকতা ভারতীয় ব্যাটিংয়ের মেরুদণ্ড হয়ে উঠেছিল।' 

মোদী আরও বলেন,'বিশেষ করে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জয় ভারতীয় ক্রিকেটের ইতিহাসে স্মরণীয়। প্রতিপক্ষের ভয়ঙ্কর বোলিংয়ের সামনে আপনি বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন। এমন বহু সিরিজ জয়, শতরান, দ্বিশতরান আপনার ক্যারিয়ারকে গৌরবান্বিত করেছে। তবে সংখ্যার বাইরে গিয়েও আপনার উপস্থিতি সতীর্থ ও সমর্থকদের মনে এক আশ্বাস তৈরি করত, দলের ভবিষ্যৎ সুরক্ষিত হাতে রয়েছে। এটাই আপনার প্রকৃত উত্তরাধিকার।'


বিজ্ঞাপন


GzrMT-ha0AAOu14

প্রধানমন্ত্রী পুজারার পরিবারের ত্যাগকেও সম্মান জানিয়েছেন। 'আপনার বাবা, যিনি নিজেও এক ক্রিকেটার ছিলেন এবং আপনার কোচের ভূমিকায় ছিলেন, নিশ্চয়ই গর্বিত। স্ত্রী পূজা ও মেয়ে অদিতিও নিশ্চয়ই খুশি যে তারা এখন আপনার সঙ্গে আরও সময় কাটাতে পারবে। তারা সবাই অনেক ত্যাগ স্বীকার করেছে আপনাকে এই জায়গায় পৌঁছাতে সাহায্য করতে।' 

শেষে মোদী লেখেন,'ক্রিকেট বিশ্লেষক হিসেবে আপনার ইনসাইটও দারুণ। আমি নিশ্চিত, আপনি ভবিষ্যতেও ক্রিকেটের সঙ্গে যুক্ত থেকে তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবেন।' 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর