রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আন্তর্জাতিক বিরতির আগে হোঁচট খেল বার্সা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪০ এএম

শেয়ার করুন:

আন্তর্জাতিক বিরতির আগে হোঁচট খেল বার্সা

লা লিগায় মৌসুমে প্রথমবার পয়েন্ট হারাল বার্সেলোনা। শুরুতে এগিয়ে গিয়েও রায়ো ভায়েকানোর মাঠ থেকে শেষ পর্যন্ত ১-১ ড্র নিয়েই ফিরতে হয়েছে কাতালানদের। আর এই ম্যাচে আলোচনায় ছিল ভিডিও অ্যাসিসট্যান্ট রেফারি (ভিএআর)।

প্রথমার্ধের ৪০ মিনিটে পেনাল্টি থেকে বার্সেলোনাকে এগিয়ে দেন লামিনে ইয়ামাল। তাকে ফাউল করেছিলেন রায়োর ডিফেন্ডার পেপ চাভারিয়া। তবে এ নিয়ে বিতর্ক তৈরি হয়, কারণ ভিএআরের প্রযুক্তিগত সমস্যার কারণে ফাউলটি আর রিভিউ করা সম্ভব হয়নি।


বিজ্ঞাপন


দ্বিতীয়ার্ধে ৬৭ মিনিটে কর্নার থেকে দুর্দান্ত ভলিতে সমতায় ফেরান ফ্রান পেরেজ। এরপর জর্জ ডি ফ্রুটোসের শটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল রায়ো, কিন্তু দুর্দান্ত সেভে দলকে রক্ষা করেন গোলকিপার হোয়ান গার্সিয়া।

ম্যাচের শেষ দিকে রায়োর একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। তাছাড়া আরও কয়েকটি দারুণ সেভ করে বার্সাকে রক্ষা করেন গার্সিয়া। পুরো ম্যাচে ৬টি সেভ করা এই গোলকিপারকেই নির্বাচিত করা হয় ম্যাচসেরা খেলোয়াড় হিসেবে।

গত জুলাইয়ে এস্পানিওল থেকে ২৫ মিলিয়ন ইউরোতে আসা এই গোলকিপারই আসলে হার এড়াতে বাঁচিয়েছেন বার্সেলোনাকে। ম্যাচ শেষে কোচ হান্সি ফ্লিকও স্বীকার করেছেন,
“আমরা এক পয়েন্টের বেশি পাওয়ার যোগ্য ছিলাম না। তবে আমাদের সৌভাগ্য, এমন একজন দুর্দান্ত গোলকিপার আছে দলের হয়ে।”

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর