রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পাকিস্তানের ফিল্ডিং বাজে বলায় সাংবাদিকের উপর ক্ষোভ ঝাড়লেন হারিস রউফ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৫, ০৪:০৮ পিএম

শেয়ার করুন:

পাকিস্তানের ফিল্ডিং বাজে বলায় সাংবাদিকের উপর ক্ষোভ ঝাড়লেন হারিস রউফ

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ জিতে আত্মবিশ্বাসে ভরপুর পাকিস্তান। দলকে জেতানোর পথে উইকেট মেডেন সহ ৪ উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন হারিস রউফ। কিন্তু ম্যাচশেষে সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নে ক্ষোভ ঝাড়লেন পাকিস্তানি পেসার। সংবাদ সম্মেলনে এক সাংবাদিক মন্তব্য করেন, এ ত্রিদেশীয় সিরিজ আসলে আগামী মাসে একই ভেন্যুতে অনুষ্ঠিতব্য এশিয়া কাপের প্রস্তুতি ছাড়া আর কিছু নয়।

সেই মন্তব্য একেবারেই মানতে নারাজ রউফ। স্পষ্ট জানালেন, আন্তর্জাতিক ক্রিকেটকে কখনই প্র্যাকটিস বলা যায় না। তিনি বলেন, “আপনি বলছেন এটা প্র্যাকটিস ম্যাচ ছিল। কিন্তু আমার কাছে কোনো আন্তর্জাতিক ম্যাচই শুধু প্রস্তুতির জন্য নয়। প্রতিটি ম্যাচেই চাপ থাকে, আপনি হালকাভাবে খেলতে পারবেন না। আপনার সেরা একাদশ নামিয়ে পরিকল্পনা অনুযায়ী খেলতে হয়।”


বিজ্ঞাপন


এতেই থেমে থাকেনি প্রশ্ন–উত্তর। সাংবাদিক আরও বলেন, “পাকিস্তানের ফিল্ডিং খারাপ ছিল।” কথাটি শুনে বিস্মিত হন রউফ। মুখভঙ্গিতে স্পষ্ট অসন্তোষও প্রকাশ করেন তিনি।
“আমার মনে হয় আপনি ম্যাচটা ভালোভাবে দেখেননি। আমাদের ফিল্ডিংয়ে তেমন কোনো ভুল হয়নি। আবার ম্যাচটা দেখলে বুঝবেন, সবকিছুই আসলে ভালোই ছিল,” পাল্টা জবাব দেন পাকিস্তানি পেসার।

ম্যাচে আফগানিস্তানকে ফেভারিট বলা যায় কি না, এমন প্রশ্নেও দৃঢ় অবস্থান নেন রউফ। “আমি কখনও ভাবিনি কেউ আমাদের ওপরে ফেভারিট হতে পারে। আমরাই সবসময় সবচেয়ে বড় ফেভারিট,” দৃঢ় কণ্ঠে জানান তিনি।

শুধু মাঠের পারফরম্যান্স নয়, নেতৃত্ব এবং দলীয় ঐক্যের গুরুত্বও তুলে ধরেন ৩১ বছর বয়সী এ পেসার। অধিনায়ককে সম্মান জানানোই দলের জন্য সবচেয়ে জরুরি বলে মনে করেন তিনি। তিনি বলেন, “দেখুন, পাকিস্তানের যে-ই অধিনায়ক থাকুক না কেন, আমার চোখে তিনি সবসময় সম্মানিত। প্রতিটি অধিনায়কই সমান মর্যাদার দাবিদার। আমরা খেলোয়াড়রা তাঁকে সেই সম্মান দেব, তাঁর সঙ্গে ভালো যোগাযোগ রাখব। এতে মাঠে পরিকল্পনা বাস্তবায়ন করা সহজ হয়। একজন অধিনায়কের সঙ্গে বন্ধনটা মজবুত হওয়া উচিত, আর বার্তাগুলো সবসময় পরিষ্কার ও সঠিকভাবে পৌঁছানো জরুরি।”

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর