রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

এশিয়া কাপে চোখ রেখে ডাচদের মুখোমুখি বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৫, ১১:৫৪ এএম

শেয়ার করুন:

এশিয়া কাপে চোখ রেখে ডাচদের মুখোমুখি বাংলাদেশ

এশিয়া কাপের আগে প্রস্তুতিমূলক সিরিজ হিসেবে আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ (শুক্রবার) সন্ধ্যা ৬টায় মাঠে গড়াবে সিরিজের প্রথম ম্যাচ।

৯ থেকে ২৮ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি এশিয়া কাপ। সেখানে গ্রুপ পর্বেই বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী শ্রীলঙ্কা। তাই এশিয়া কাপে ভালো করার লক্ষ্যেই ডাচদের বিপক্ষে সিরিজে নিজেদের ঝালিয়ে নিতে চায় লিটন-তাসকিনরা। যদিও তুলনামূলকভাবে কম শক্তিশালী প্রতিপক্ষ হওয়ায়, এই সিরিজ কতটা কার্যকর হবে, তা নিয়ে প্রশ্ন আছে। 


বিজ্ঞাপন


তবে বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স এসব সমালোচনাকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না। তিনি বলেন, 'অস্ট্রেলিয়ার সঙ্গেও হারলে তো সমালোচনা হয়। আমাদের লক্ষ্য হচ্ছে- আমরা কেমন খেলছি, আমাদের মান ধরে রাখতে পারছি কি না। যদি তা পারি, জয় আসবেই।' 

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ১০ নম্বরে, আর নেদারল্যান্ডস আছে ১৩ নম্বরে। দুই দলের মুখোমুখি পরিসংখ্যানে এগিয়ে বাংলাদেশ। এখন পর্যন্ত ৫ ম্যাচে ৪টিতেই জয় পেয়েছে টাইগাররা। তবে আত্মবিশ্বাসে ভরপুর ডাচ দল এবার সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামছে। সফরকারী অধিনায়ক স্কট এডওয়ার্ডস ও কোচ রায়ান কুক জানিয়ে দিয়েছেন, 'আমরা বিশ্বাস করি, ভালো ক্রিকেট খেললে যেকোনো দলকে আমরা হারিয়ে দিতে পারি। আমরা দেখিয়েছি, আমরা তা পারি। এবারও বিশ্বাস আছে। কিছু ক্রিকেটারকে এগিয়ে আসতে হবে, পারফর্ম করতে হবে অবশ্যই। তবে ছেলেরা কঠোর পরিশ্রম করছে, শুধু এখন নয়, তিন বছর ধরেই।'

বাংলাদেশ দলের ব্যাটিং নিয়ে কাজ করছেন পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড। সম্প্রতি তাঁর অধীনে বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন জাকের আলী, শামীম হোসেন, তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমনসহ কয়েকজন ব্যাটার। এখন দেখা যাবে মাঠে তাঁদের ব্যাটে এই প্রশিক্ষণের কতটা প্রভাব পড়ে। বাংলাদেশ দলের ক্যারিবিয়ান কোচ বললেন, ‘পাওয়ার হিটিং নিয়ে কিছু ক্রিকেটার ট্রেনিংয়ে কাজ করেছে। মাঠের খেলায় দেখা যাবে জুলিয়ান উডের টোটকায় কতটা কাজ হয়েছে।’

প্রথম ম্যাচ দিয়েই টাইগারদের প্রস্তুতি শুরু। এই সিরিজ শুধু জয় নয়, আসন্ন এশিয়া কাপের আগে দলের দুর্বলতা চিহ্নিত করে তা কাটিয়ে ওঠার বড় সুযোগ হিসেবেই দেখছে টিম ম্যানেজমেন্ট।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর