ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শীর্ষ প্রতিযোগীতা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। আর চ্যাম্পিয়ন্স লিগের রাজা রিয়াল মাদ্রিদ। রেকর্ড ১৫বার এ টুর্নামেন্টের শিরোপা জিতেছে স্প্যানিশ ক্লাবটি। তবে গত মৌসুমটা ছিল তাদের জন্য হতাশার। সে হতাশা ভুলে এবার আবার শিরোপা জয়ের মিশনে নামবে লস ব্লাঙ্কোসরা। তবে এ জন্য কঠিন লড়াই করতে হবে শাবি আলোনসোর দলকে, কেননা গ্রুপ পর্বে তারা পেয়েছে শক্তিশালী প্রতিপক্ষ।
চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে কে কার মুখোমুখি হবে, সেই ড্র অনুষ্ঠিত হয়েছে গতকাল রাতে। মোনাকোর গ্রিমালদি ফোরামে অনুষ্ঠিত ড্র শেষে নিশ্চিত হয়েছে রিয়ালের প্রতিপক্ষ। এবার গ্রুপ পর্বে কঠিন লড়াই করতে হবে দলটিকে।
বিজ্ঞাপন
চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে রিয়াল প্রতিপক্ষ হিসেবে পেয়েছে দুই ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি ও লিভারপুলকে। গতবারও গ্রুপ পর্বে লিভারপুলের বিপক্ষে ২-০ গোলে হেরেছিল রিয়াল। অবশ্য সিটিকে হারিয়ে নিশ্চিত করেছিল শেষ ষোলয় খেলা।
এছাড়া রিয়ালকে মাঠে নামতে হবে জুভেন্টাসের বিপক্ষেও। যাদের তারা ২০১৭ সালের ফাইনালে হারিয়ে শিরোপা জিতেছিল। সঙ্গে আরও দুটি ফরাসি ক্লাব, মার্সেই ও মোনাকো, যেখানে একসময় খেলেছেন কিলিয়ান এমবাপ্পে। এছাড়া বাকি দুই ম্যাচের প্রতিপক্ষ অলিম্পিয়াকোস ও কাইরাত আলমাতি।
রিয়াল মাদ্রিদের ৮ প্রতিপক্ষ
ম্যানচেস্টার সিটি (হোম), লিভারপুল (অ্যাওয়ে), জুভেন্টাস (হোম), বেনফিকা (অ্যাওয়ে), মার্শেই (হোম), অলিম্পিয়াকোস (অ্যাওয়ে), মোনাকো (হোম) ও কাইরাত আলমাতি (অ্যাওয়ে)।

