আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর মাটিতে বসবে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসর। তিন দেশের ১৬টি ভেন্যুতে আয়োজিত হতে যাওয়া এই টুর্নামেন্টের জন্য ইতোমধ্যে যোগ্যতা অর্জন করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের (কনমেবল) প্রথম দল হিসেবে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে লিওনেল স্ক্যালোনির শিষ্যরা। পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইকুয়েডরের চেয়ে ১০ পয়েন্ট এগিয়ে রয়েছে আলবিসেলেস্তেরা। তবে বিশ্বকাপে জায়গা নিশ্চিত হলেও বাছাই পর্বে আর্জেন্টিনাকে এখনো খেলতে হবে আরও দুইটি ম্যাচ।
বিজ্ঞাপন
আন্তর্জাতিক ফুটবলে আবারও শুরু হতে যাচ্ছে ব্যস্ততা। সেপ্টেম্বরে ফিফা আন্তর্জাতিক বিরতি উপলক্ষে মাঠে নামবে দক্ষিণ আমেরিকার দলগুলো। ৫ সেপ্টেম্বর আর্জেন্টিনা মুখোমুখি হবে ভেনেজুয়েলার, আর ১০ সেপ্টেম্বর খেলবে ইকুয়েডরের বিপক্ষে। বিশ্বকাপে খেলা নিশ্চিত হলেও এই ম্যাচগুলোতে দল নিয়ে নানা পরীক্ষা-নিরীক্ষা চালাতে পারেন কোচ স্ক্যালোনি।
আর্জেন্টিনার মতোই সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবে ব্রাজিল। কার্লো আনচেলত্তির দল ৫ সেপ্টেম্বর খেলবে চিলির বিপক্ষে এবং ১০ সেপ্টেম্বর বলিভিয়ার মুখোমুখি হবে। নেইমার, ভিনিসিউয়সরা ইতোমধ্যে প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন।
বাছাই পর্বের বাইরে আরও কিছু প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে আর্জেন্টিনার। অক্টোবরের ৮ থেকে ১৪ তারিখের মধ্যে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের বিখ্যাত সোলজার ফিল্ড স্টেডিয়ামে তারা খেলবে মেক্সিকোর বিপক্ষে। এছাড়া নভেম্বর মাসে আফ্রিকান দেশ অ্যাঙ্গোলার সঙ্গেও একটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে। এ নিয়ে দুই দেশের ফুটবল ফেডারেশনের মধ্যে আলোচনা চলছে।
ব্রাজিল ও আর্জেন্টিনার সেপ্টেম্বরের ম্যাচের সূচি-
বিজ্ঞাপন
|
তারিখ |
প্রতিপক্ষ |
সময় |
ভেন্যু |
|
৫ সেপ্টেম্বর |
আর্জেন্টিনা-ভেনেজুয়েলা |
ভোর ৫.৩০ মিনিট |
এস্তাডিও মনুমেন্টাল |
|
১০ সেপ্টেম্বর |
আর্জেন্টিনা-ইকুয়েডর |
ভোর ৫টা |
মনুমেন্টাল স্টেডিয়াম |
|
৫ সেপ্টেম্বর |
ব্রাজিল-চিলি |
ভোর ৬.৩০ মিনিট |
মারাকানা |
|
১০ সেপ্টেম্বর |
ব্রাজিল বলিভিয়া |
ভোর ৫.৩০ মিনিট |
মিউনিসিপাল স্টেডিয়াম |

