রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘মুসলিম হওয়ায় অনেকে আমাকে টার্গেট করেন’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫৫ পিএম

শেয়ার করুন:

‘মুসলিম হওয়ায় অনেকে আমাকে টার্গেট করেন’

২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক ১০ উইকেটের হারের পর যেন এক ভয়ংকর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন ভারতীয় পেসার মোহাম্মদ শামি। মাঠে হারের পর মাঠের বাইরেও তাঁকে সহ্য করতে হয় বর্ণবিদ্বেষ, বিদ্বেষমূলক ট্রল আর ধর্মীয় বিদ্বেষের ভয়াবহতা। অনেকে তো তাকে ‘পাকিস্তানি’ বলেও গালাগাল করেন! সম্প্রতি ভারতীয় একটি টিভি চ্যানেল নিউজ-২৪-এর সঙ্গে এক খোলামেলা সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতার কথা জানান ৩৪ বছর বয়সী এই অভিজ্ঞ ডানহাতি পেসার।

শামি স্পষ্ট ভাষায় বলেন,“অনেকে আমাকে মুসলিম হওয়ার কারণে টার্গেট করে, বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পর। আমি এসব নিয়ে ভাবি না। আমি তো মেশিন নই; ভালো দিন যেমন আসবে, খারাপ দিনও আসবে।”


বিজ্ঞাপন


শামি আরও বলেন, তিনি কখনোই ট্রলের শিকার হয়ে নিজের মনোযোগ হারান না। সোশ্যাল মিডিয়ার নেতিবাচকতা থেকে নিজেকে দূরে রাখেন সবসময়। “ট্রলিং আমাকে প্রভাবিত করতে পারে না, কারণ আমি সেটি এড়িয়ে যাই,” যোগ করেন তিনি।

আসন্ন এশিয়া কাপে আবারও মুখোমুখি হতে যাচ্ছে ভারত-পাকিস্তান। কিন্তু সাম্প্রতিক সামরিক উত্তেজনা ও সন্ত্রাসী হামলার পর অনেক সাবেক ক্রিকেটার পাকিস্তানের বিপক্ষে না খেলার পরামর্শ দিয়েছেন। “আমি বিতর্কের বাইরে থাকি। সরকার আর বোর্ড যা সিদ্ধান্ত নেবে, আমরা তাই মেনে চলি।”

পাকিস্তানের বিপক্ষে ম্যাচে উত্তেজনার কথা স্বীকার করে শামি বলেন, “পাকিস্তানের বিপক্ষে খেলার আলাদা অনুভূতি আছে, কারণ সমর্থকদের উন্মাদনা অন্য রকম। তবে খেলোয়াড়দের জন্য এটা পারফর্ম করার ব্যাপার।”

পাকিস্তানের বিপক্ষে খেলতে গিয়ে মাঠে কখনো স্লেজিং বা বাজে ব্যবহারের শিকার হয়েছেন কিনা, এমন প্রশ্নে শামি স্পষ্ট করেন, তিনি এর কিছুই অনুভব করেননি। “একবার শুধু বিরক্ত হয়েছিলাম, যখন একজন সময় নষ্ট করছিল। তখন বলেছিলাম। তোমার খেলা খেলো। এটাই ছিল আমার আগ্রাসন,” জানালেন শামি।


বিজ্ঞাপন


ভারতের হয়ে এখন পর্যন্ত ১০৮টি ওয়ানডে, ৬৪টি টেস্ট ও ২৫টি টি–টোয়েন্টি খেলেছেন মোহাম্মদ শামি। কিন্তু বর্তমানে জাতীয় দলে নেই তিনি। আসন্ন এশিয়া কাপের স্কোয়াডেও জায়গা পাননি। যদিও নির্বাচকেরা এখন তরুণদের বেশি সুযোগ দিচ্ছেন, তবুও শামি বিশ্বাস করেন— সময়ই সবকিছুর উত্তর দেবে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর