ক্লাব ফুটবলে বিরতি শুরু হচ্ছে আগামী মাসেই। আসন্ন ফিফা উইন্ডোতে মাঠে নামবে জাতীয় দলগুলো। দেশের জার্সিতে মাঠে নামবে লিওনেল মেসির আর্জেন্টিনাও। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে খেলবেন লিওনেল মেসিরা। আলবিসেলেস্তেদের আসন্ন দুই ম্যাচের আগে আর্জেন্টিনাকে কড়া শাস্তিই দিয়েছে ফিফা।
আসন্ন ফিফা উইন্ডোতে দুইটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ৫ সেপ্টেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। ম্যাচটি হবে মেসিদের ঘরের মাঠে। তবে বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচের আগেই কড়া শাস্তি পেয়েছে আর্জেন্টিনা।
বিজ্ঞাপন
সবশেষ কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচে গ্যালারি থেকে বৈষম্যমূলক ও বিদ্বেষী স্লোগান উঠেছিল আর তাই আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনকে কঠোর শাস্তি দিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এই শাস্তি হলো, নিজেদের পরবর্তী হোম ম্যাচে এক পুরো গ্যালারি শুধুই শিশু ও এনজিওদের হাতে তুলে দেওয়া হবে।
আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানায়, সেন্টেনারিও বাজা গ্যালারিতে বসবে বিভিন্ন ক্লাবের শিশু ও সেই সব সংগঠন যারা বৈষম্যবিরোধী লড়াই চালিয়ে যাচ্ছে। পাশাপাশি সেন্টেনারিও আলতা গ্যালারিতে থাকবে একটি বিশাল ব্যানার- বার্তা একটাই: ফুটবলে বৈষম্যের কোনো জায়গা নেই।
এক বিবৃতিতে এএফএ আরও জানায়, ‘বর্ণবাদ, সমকামবিদ্বেষ, বিদেশি বিদ্বেষ কিংবা যে কোনো বৈষম্য -আধুনিক সমাজে এর কোনো স্থান নেই। আমরা ফুটবলপ্রেমী সবাই মিলে এমন একটি খেলার পরিবেশ চাই যেখানে ভালোবাসা আর সম্মানই হবে মূল শক্তি।’

