ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুম শুরু হওয়ার আগেই জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিয়েছেন হিউং-মিন সন। দক্ষিণ কোরিয়ার তারকা এ ফুটবলার টটেনহ্যাম ছেড়েছেন। ২০১৫ থেকে টানা এক দশক ইংলিশ ক্লাবটিতে কাটিয়েছেন তিনি। টটেনহাম ছাড়ার তিন দিন পর মেজর লিগ সকারের দল লস অ্যাঞ্জেলেস এফসিতে (এলএএফসি) যোগ দিয়েছেন তারকা এ ফুটবলার।
বিশ্বজুড়েই তারকারা সাধারণত দামী ব্র্যান্ডের জিনিসপত্র ব্যবহার করেন। এই যেমন, ফুটবলারদের বেশিরভাগই ব্যবহার করেন বিখ্যাত ব্র্যান্ড অ্যাপলের আইফোন। তবে ক্যারিয়ারে নতুন অধ্যায় শুরু করা সন আইফোন ছুঁয়েও দেখেন না। এমন নয় যে তিনি আইফোন পছন্দ করেন না। তার আইফোন না ধরার পেছনে কারণ বেশ অবাক করার মতোই।
বিজ্ঞাপন
আরও পড়ুন- আর্জেন্টিনার সর্বকালের সেরা ৫ ফুটবলারের নাম জানালেন ডি মারিয়া
আরও পড়ুন- টেইলর সুইফট নাকি রোনালদো- কার বাগদানের আংটির দাম বেশি?
টটেনহ্যাম হটস্পারের সাবেক তারকা ও দক্ষিণ কোরিয়ার তারকা এ ফুটবলার সবসময়ই ভক্তদের কাছে সহজ-সরল ও হাসিখুশি মানুষ হিসেবে পরিচিত। ভক্তদের সঙ্গে ছবি তোলায় তিনি খুবই আন্তরিক। তবে একবার এক অদ্ভুত কারণে ভক্তদের ফোন না ছুঁয়ে সবাইকে অবাক করে দেন তিনি।
ঘটনাটা ঘটেছিল ২০২৩ সালে, যখন এক ভক্ত সনের সঙ্গে সেলফি তুলতে চান। ভক্তটি ফোন এগিয়ে দিলে সন হাসিমুখে হাতজোড় করে ক্ষমা চান এবং জানান, তিনি ফোনটি ধরতে পারবেন না, সেলফিটা ভক্তকেই তুলতে হবে। এই দৃশ্য দেখে উপস্থিত সবাই বেশ বিস্মিত হয়।
বিজ্ঞাপন

তবে এর পরেই আরেক ভক্তের সঙ্গে ছবি তুলতে দেখা যায় সনকে, যেখানে তিনি সহজভাবেই ফোন হাতে নিয়ে সেলফি তুলেছেন। বিষয়টা দেখে অনেকেই অবাক হলেও, খুঁটিনাটি লক্ষ্য করা ভক্তরা এর রহস্য খুঁজে বের করেন।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আসলে আইফোন ধরতেই অস্বস্তি বোধ করছিলেন সন। কারণ, ২০২৩ সালের গ্রীষ্মে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন তিনি। তাদের সঙ্গে চুক্তির কারণে প্রতিদ্বন্দ্বী কোম্পানির পণ্য যেমন আইফোন স্পর্শ করতে বা ব্যবহার করতে পারেন না সন।

