রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

চ্যাম্পিয়নস লিগের ড্র কবে, দেখবেন কীভাবে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৫, ১২:০৯ পিএম

শেয়ার করুন:

চ্যাম্পিয়নস লিগের ড্র কবে, দেখবেন কীভাবে

ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে বড় নাট্যমঞ্চ উয়েফা চ্যাম্পিয়নস লিগ আবার আসছে নতুন রূপে, নতুন উত্তেজনায়। ২০২৫–২৬ মৌসুম হতে যাচ্ছে এই ঐতিহাসিক আসরের নতুন কাঠামোর দ্বিতীয় অধ্যায়। আর তার আগেই বেজেছে দামামা। আগামী সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া এই লড়াইয়ের ড্র অনুষ্ঠান বসছে মোনাকোর রাজকীয় মঞ্চে, আগামীকাল ২৮ আগস্ট, বাংলাদেশ সময় রাত ১০টায়। 

এবার আর কোনো গ্রুপ নয়, একটাই লিগ টেবিল, যেখানে প্রতিটি দল খেলবে আটটি ভিন্ন দলের বিপক্ষে। ঠিক কোন আট দলের মুখোমুখি হবে কে, সেটাই নির্ধারণ হবে এই ড্র-এ। আর সেই নাটকীয় মুহূর্তের সাক্ষী হতে পারবেন বাংলাদেশ থেকেই, ‘টিএনটি স্পোর্টস ১’ চ্যানেল ও উয়েফার ওয়েবসাইট বা ইউটিউব লাইভে চোখ রাখলেই চলবে।


বিজ্ঞাপন


এই মৌসুমে খেলবে মোট ৩৬টি দল। ভাগ করা হয়েছে চারটি ‘পট’-এ, উয়েফার র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে। চলুন এক নজরে দেখে নিই কে কোন পটে—

২০২৫-২৬_চ্যাম্পিয়নস_লিগে_খেলবে_যে_৩৬_দল

পট–১: পিএসজি, রিয়াল মাদ্রিদ, ম্যান সিটি, বায়ার্ন, লিভারপুল, ইন্টার, চেলসি, ডর্টমুন্ড, বার্সা।

পট–২: আর্সেনাল, লেভারকুজেন, আতলেতিকো, আতালান্তা, ভিয়ারিয়াল, জুভেন্টাস, ফ্রাঙ্কফুর্ট, টটেনহ্যাম, পিএসভি।


বিজ্ঞাপন


পট–৩: আয়াক্স, নাপোলি, স্পোর্টিং সিপি, অলিম্পিয়াকোস, স্লাভিয়া প্রাগ, বোডো/গ্লিম্ট, মার্সেই, মোনাকো, গালাতাসারাই।

পট–৪: ইউনিয়ন সাঁ জিলোয়াজ, অ্যাথলেটিক বিলবাও, নিউক্যাসল, পাফোস, কাইরাতসহ বাছাইপর্ব থেকে আরও চার দল।

কীভাবে হবে লড়াই- 

সব দল ৮টি ম্যাচ খেলবে, ৮টি আলাদা দলের বিপক্ষে। সবার ম্যাচ শেষে শীর্ষ ২৪ দল উঠবে পরের রাউন্ডে। শীর্ষ ৮ দল সরাসরি যাবে শেষ ষোলোতে। বাকি ১৬টি দল (৮ সিডেড + ৮ আনসিডেড) খেলবে প্লে-অফ, সেখান থেকে বাকি ৮টি জায়গা পূর্ণ হবে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর