ব্রাজিলকে ষষ্ঠ বিশ্বকাপ জেতানোর দায়িত্ব নিয়েছেন কার্লো আনচেলত্তি। তবে হেভিওয়েট এই কোচের অধীনে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পায়নি সেলেসাওরা। এদিকে ফিফা বিশ্বকাপও অনুষ্ঠিত হবে আগামী বছরই। বিশ্বকাপের আগে ব্রাজিলের ম্যাচ আছে কেবল দুইটি। তাই নেইমার-ভিনিসিউসদের প্রস্তুতি ঝালিয়ে নিতে বিশ্বকাপের আগে প্রীতি ম্যাচ আয়োজন করছে দেশটির ফুটবল ফেডারেশন। এরই অংশ হিসেবে এশিয়া সফরে আসবে আনচেলত্তির দল।
২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে অক্টোবর মাসে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে এই দুটি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে খবরটি নিশ্চিত করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন।
বিজ্ঞাপন
ঘোষণা অনুযায়ী, ১০ অক্টোবর সিউলে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল। এরপর ১৪ অক্টোবর টোকিওতে জাপানের মুখোমুখি হবে তারা। ইতোমধ্যেই ২০২৬ বিশ্বকাপের মূলপর্বে জায়গা নিশ্চিত করেছে ব্রাজিল। তবে আগামী মাসে কোয়ালিফায়ার পর্বে চিলি ও বলিভিয়ার বিপক্ষে আরও দুটি ম্যাচ বাকি আছে নেইমারদের।
ব্রাজিল দলের জেনারেল কো-অর্ডিনেটর রদ্রিগো কাইতানো জানিয়েছেন, কোচ কার্লো আনচেলত্তির নেতৃত্বে দলটি বিশ্বকাপের আগে বিভিন্ন স্টাইলের দলের বিপক্ষে খেলে প্রস্তুতি নিতে চায়। কাইতানো বলেন, “দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে ম্যাচের পর আমাদের পরিকল্পনা আছে নভেম্বর মাসে আফ্রিকান কিছু দলের বিপক্ষে এবং ২০২৬ সালের মার্চ ও জুনে শীর্ষ ইউরোপীয় দলের বিপক্ষে খেলার।”
“বিশ্বকাপে যেসব ভিন্নধরনের প্রতিপক্ষ সামনে আসতে পারে, তাদের বিপক্ষে আগে থেকে খেলে সেই চ্যালেঞ্জের জন্য তৈরি হওয়াই আমাদের লক্ষ্য”, যোগ করেন তিনি।আনচেলত্তি নিজেও বলছেন, এই ম্যাচগুলো খেলোয়াড়দের খেলার ধরণ ও মানসিকতা বোঝার ক্ষেত্রে সাহায্য করবে। আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বসছে ৪৮ দলের বিশ্বকাপ আসর, তার আগে দল গঠনে এমন ম্যাচগুলো অনেক গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তিনি।
৬৬ বছর বয়সী এই ইতালিয়ান কোচ রিয়াল মাদ্রিদের সফল অধ্যায়ের পর চলতি বছরের মে মাসে ব্রাজিল জাতীয় দলের কোচের দায়িত্ব নেন।

