রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

এশিয়া কাপের আগে স্পনসরশিপ হারাল ভারত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৫, ০৯:৩৫ এএম

শেয়ার করুন:

এশিয়া কাপের আগে স্পনসরশিপ হারাল ভারত
ড্রিম-১১ জার্সি পরে আর মাঠে নামা হবে না ভারতের। ছবি : সংগৃহীত

ভারতের অনলাইন ফ্যান্টাসি গেমিং প্ল্যাটফর্ম ড্রিম-১১ এশিয়া কাপ শুরুর মাত্র দুই সপ্তাহ আগে জাতীয় দলের স্পনসরশিপ থেকে সরে দাঁড়িয়েছে।

সম্প্রতি ভারতের সংসদে পাস হওয়া নতুন আইনে রিয়েল মানি-ভিত্তিক অনলাইন গেম নিষিদ্ধ করা হয়েছে। ফলে এই খাতে সবচেয়ে বড় প্রতিষ্ঠান ড্রিম-১১ তাদের মূল ব্যবসা চালাতে পারছে না। এ কারণে তারা আর স্পনসর হিসেবে থাকছে না। এমনটায় জানায় ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে।


বিজ্ঞাপন


বিসিসিআই জানিয়েছে, বিষয়টি নিয়ে কোনো জরিমানা হবে না, কারণ চুক্তিতে উল্লেখ ছিল—যদি সরকারের নতুন আইনে স্পনসরের মূল ব্যবসায় প্রভাব পড়ে, তবে তারা অর্থ প্রদানে বাধ্য থাকবে না।

ড্রিম-১১ ২০০৮ সালে যাত্রা শুরু করে এবং ধীরে ধীরে দেশের সবচেয়ে বড় ফ্যান্টাসি গেমিং প্ল্যাটফর্মে পরিণত হয়। ২০২৩ সালে তারা ৩৫৮ কোটি রুপির বিনিময়ে তিন বছরের জন্য বিসিসিআই-এর লিড স্পনসর হয়। এর আগে বাইজুস ছিল এই জায়গায়।

শুধু আন্তর্জাতিক ক্রিকেট নয়, আইপিএল, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, নিউজিল্যান্ডের সুপার স্ম্যাশ, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশসহ নানা টুর্নামেন্টে স্পনসর হিসেবে যুক্ত ছিল প্রতিষ্ঠানটি। ভারতীয় খেলোয়াড়দের মধ্যে মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্ত ও জাসপ্রিত বুমরাহ তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন।

নতুন আইনের কারণে ড্রিম-১১ এখন শুধুমাত্র ফ্রি-টু-প্লে গেমস চালাচ্ছে। সরকার জানিয়েছে, রিয়েল মানি-ভিত্তিক অনলাইন গেম মানসিক ক্ষতি, আর্থিক লোকসান, মানি লন্ডারিং এমনকি সন্ত্রাসে অর্থায়নের মতো ঝুঁকি তৈরি করছে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর