রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নেইমারকে নিয়ে আবারও দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৫, ০৭:৫৬ পিএম

শেয়ার করুন:

নেইমারকে নিয়ে আবারও দুঃসংবাদ

২০২৩ সালের অক্টোবরে, ব্রাজিলের হয়ে শেষ ম্যাচ খেলতে নেমেই ভয়ঙ্কর এক চোটে ছিটকে পড়েন নেইমার। ছিঁড়ে যায় তার অ্যান্টেরিওর ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল)। মাঠ ছাড়তে হয় কান্নাভেজা চোখে। এরপরই ধারণা করাহচ্ছিলো এই বুঝি শেষ! হয়তো আর দেখা যাবে না হলুদ জার্সিতে এই ফুটবল শিল্পীকে।

সেই চোট কাটিয়ে ক্লাব ফুটবলে ফিরেই নিজের জাত চিনিয়েছেন নেইমার। গোল, অ্যাসিস্ট আর ড্রিবল সবই যেন আগের মতো। অপরদিকে অপেক্ষা ফুরিয়েছে ব্রাজিলের জাতীয় দলেরও। নেইমার দা সিলভা সান্তোস জুনিয়র, অবশেষে হলুদ জার্সিতে ২২ মাসের বিরতি শেষে আবারও মাঠে নামতে যাচ্ছিলেন এই জাদুকর। এমনটা পাকাপোক্ত ছিলো একপ্রকার! তবে চোট আবারও কাল হয়ে দাঁড়িয়েছে ব্রাজিলের পোষ্টার বয়ের।  


বিজ্ঞাপন


সান্তোস ক্লাব ব্রাজিলের ফুটবল ফেডারেশনকে (সিবিএফ) জানিয়েছে, নেইমার হাঁটুর ওপর অংশে একটি ওডেমা (ফোলাভাব) অনুভব করছেন। বৃহস্পতিবার অনুশীলনের সময় তিনি ব্যথা অনুভব করেন। পরবর্তীতে পরীক্ষায় চোটের বিষয়টি নিশ্চিত হয়। ফলে ব্রাজিল জাতীয় দলে তার প্রত্যাবর্তন আপাতত অনিশ্চিত হয়ে পড়েছে।

ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি আগামী সোমবার ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বের শেষ দুই রাউন্ডের জন্য স্কোয়াড ঘোষণা করবেন। নেইমারের থাকা না-থাকা সেই দলে মূল্যায়নের ভিত্তিতে ঠিক হবে। এমনটায় জানায় ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ও গ্লোবো।

জানা গেছে, নেইমার আগামী ৩১ আগস্ট সান্তোস বনাম ফ্লুমিনেন্স ম্যাচে (ভেন্যু: ভিলা বেলমিরো) ক্লাবে ফিরতে পারেন। এরই মধ্যে তিনি চিকিৎসা শুরু করেছেন।

তবে, সান্তোসের মেডিকেল টিমের সঙ্গে চূড়ান্ত পর্যালোচনার পর জানা যাবে, তিনি মাঠে ফিরতে কত সময় লাগবে। ধারণা করা হচ্ছে, আগামী সপ্তাহের প্রথম ক'টি অনুশীলনে নেইমার অংশ নিতে পারবেন না।


বিজ্ঞাপন


সম্প্রতি নেইমার টানা সাতটি ম্যাচে ৯০ মিনিট করে খেলেছেন। সর্বশেষ ক্রুজেইরোর বিপক্ষে ২-১ গোলে জয় পাওয়া ম্যাচে তিনি ইনজুরি টাইমে বদলি হলেও, পুরোটা ম্যাচই কার্যত খেলেন। চলতি বছরে এখন পর্যন্ত তিনি ১৯টি ম্যাচে অংশ নিয়ে ৬টি গোল করেছেন।

এদিকে, ব্রাজিল জাতীয় দল বর্তমানে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে ২৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে এবং ইতোমধ্যেই ২০২৬ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। আগামী ৪ সেপ্টেম্বর ব্রাজিল মারাকানায় চিলির মুখোমুখি হবে। এরপর ৯ সেপ্টেম্বর তারা বলিভিয়ার মাঠে খেলবে, এল আল্তোতে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর