কদিন আগেই ক্রিকেটারদের সঙ্গে কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আগে এ ক্যাটাগরিতে থাকলেও এবার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে নামানো হয়েছে বি ক্যাটাগরিতে। এদিকে বাজে ফর্মের কারণে এবার রিজওয়ান ওয়ানডে দলের অধিনায়কত্ব হারাতে চলেছেন, এমন গুঞ্জনও তৈরি হয়েছে। পাকিস্তানের ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে রিজওয়ানের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবে জাতীয় নির্বাচক কমিটি, এমনটাই জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভি।
২০২৪ সালের অক্টোবর মাসে বাবর আজমের স্থলাভিষিক্ত হয়ে পাকিস্তানের সাদা বলের অধিনায়ক হন রিজওয়ান। শুরুর সময়টা ছিল স্বপ্নের মতো। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মাটিতে ঐতিহাসিক সিরিজ জয়ে নেতৃত্ব দেন তিনি। তার অধীনেই পাকিস্তান টানা তিনটি দ্বিপাক্ষিক সিরিজ জেতে।
বিজ্ঞাপন
তবে এরপর থেকে রিজওয়ানের নেতৃত্বে বাজে পারফর্ম করে দল। দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে হারে তারা। এরপর ঘরের মাঠে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় পাকিস্তান।
এ অবস্থায় নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিদেশের মাটিতে দুটি তিন ম্যাচের সিরিজে হারও যুক্ত হয় রেকর্ডে। ফলস্বরূপ, রিজওয়ানের অধিনায়কত্ব নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয় পাকিস্তানি ক্রিকেট মহলে।
শনিবার এক অনুষ্ঠানের ফাঁকে গণমাধ্যমের মুখোমুখি হয়ে পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভিকেও এই প্রসঙ্গে প্রশ্ন করা হয়। জবাবে নাকভি বলেন, “অধিনায়কত্ব নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচকরা। আমরা হেড কোচের কাছ থেকে শেষ ওয়ানডে সিরিজের পর একটি রিপোর্ট পেয়েছি।” তিনি আরও বলেন, “রিপোর্টটি বিশ্লেষণ করা হচ্ছে। আলোচনার ভিত্তিতে যা সিদ্ধান্ত হবে, সেটাই জানানো হবে।”
এ সময় নতুন সেন্ট্রাল কন্ট্রাক্টে ‘ক্যাটাগরি এ’ বাদ পড়ার কারণও ব্যাখ্যা করেন পিসিবি চেয়ারম্যান। দলের ধারাবাহিক বাজে পারফরম্যান্সকেই এর পেছনের কারণ হিসেবে তুলে ধরেন তিনি। নাকভি বলেন, “এই সিদ্ধান্ত পারফরম্যান্সের ওপর ভিত্তি করেই নেওয়া হয়েছে।”

