ভারত-পাকিস্তান ম্যাচ মানেই তুমুল উত্তেজনা। মাঠে এবং মাঠের বাইরের উত্তেজনা ছাড়াও এ দুই দেশের ম্যাচ ঘিরে চলে কাড়ি কাড়ি অর্থের ব্যবসা। বিশ্বের আনাচে-কানাচে কোটি কোটি ক্রিকেটপ্রেমী টিভি পর্দার সামনে বসে থাকেন ম্যাচ দেখতে। স্টেডিয়ামেও একটি সিট ফাঁকা থাকে না। ফলে সম্প্রচারকারী চ্যানেলও বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে নেয় বড় অঙ্কের অর্থ। এশিয়া কাপ ২০২৫-এ ভারত-পাকিস্তান মহারণকে ঘিরেও বিজ্ঞাপনদাতাদের মধ্যে তুমুল প্রতিযোগিতা শুরু হয়ে গেছে।
গ্রুপ ‘এ’-র ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৪ সেপ্টেম্বর, দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। টেলিভিশন এবং ডিজিটাল সম্প্রচার স্বত্বধারী সনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়া ইতোমধ্যে বিজ্ঞাপনদাতাদের কাছে যে রেট কার্ড পাঠিয়েছে, তাতে ভারতীয় ম্যাচগুলোর মূল্য অনেক বেশি ধরা হয়েছে অন্যান্য ম্যাচগুলোর তুলনায়। ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ১০ সেকেন্ডের একটি বিজ্ঞাপনের জন্য খরচ করতে হতে পারে ১৬ লাখ রুপি- যা বিশ্বকাপ ছাড়া অন্য কোনো ক্রিকেট টুর্নামেন্টে সবচেয়ে ব্যয়বহুল বিজ্ঞাপন রেটের মধ্যে পড়ে।
বিজ্ঞাপন
সাধারণ বিজ্ঞাপন স্পট প্যাকেজে পুরো টুর্নামেন্টজুড়ে ১০ সেকেন্ডের জন্য রেট ধরা হয়েছে ১৬ লাখ রুপি। আর স্পনসরশিপ প্যাকেজে তো আরও বেশি! টিভিতে কো-প্রেজেন্টিং স্পনসরশিপের দাম ১৮ কোটি রুপি, অ্যাসোসিয়েট স্পনসরশিপের দাম ১৩ কোটি রুপি। মূলত ভারত-পাকিস্তান ম্যাচসহ ভারতের তিনটি গ্রুপ ম্যাচ ঘিরে পুরো ইনভেন্টরির বেশিরভাগ মূল্য নির্ধারণ করেছে। ১৪ সেপ্টেম্বরের ম্যাচে তো ১০০% বিজ্ঞাপন স্পট পূরণের সম্ভাবনাই দেখছে তারা।

শুধু টিভিই নয়, ডিজিটাল প্ল্যাটফর্ম সনি লাইভেও স্পনসরশিপ ও বিজ্ঞাপন রেট আকাশচুম্বী। কো-প্রেজেন্টিং এবং হাইলাইটস পার্টনারশিপ- দুই প্যাকেজেরই দাম ৩০ কোটি রুপি করে। এছাড়া “কো-পাওয়ার্ড বাই” ক্যাটাগরির দাম ১৮ কোটি রুপি।
ভারতীয় ম্যাচগুলোর জন্য ডিজিটাল ইনভেন্টরির এক-তৃতীয়াংশ আগেই বুক হয়ে গেছে। বিভিন্ন বিজ্ঞাপন ফরম্যাটে আলাদা রেট ধরা হয়েছে। যেমন, ভারত-পাকিস্তান ম্যাচে প্রি-রোল বিজ্ঞাপন (ভিডিও শুরুর আগেই যে বিজ্ঞাপন দেখানো হয়) ১০ সেকেন্ডে ৭৫০ রুপি, যেখানে অন্যান্য ম্যাচে সেটি ২৭৫ রুপি। মিড-রোল (ভিডিওর মাঝখানে) রেট ধরা হয়েছে ৬০০ রুপি যা অন্যান্য ম্যাচের তুলনায় প্রায় তিন গুণ। কানেক্টেড টিভিতে এই রেট সবচেয়ে বেশি- ভারত-পাকিস্তান ম্যাচে ১২০০ রুপি প্রতি ১০ সেকেন্ড!
বিজ্ঞাপন
৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত দুবাই ও আবুধাবিতে হবে এই টুর্নামেন্ট। ৮ দলের মধ্যে হবে মোট ১৯টি ম্যাচ। ভারত তাদের অভিযান শুরু করবে ১০ সেপ্টেম্বর, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। ১৪ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে হাইভোল্টেজ লড়াইয়ের পর ১৯ সেপ্টেম্বর ওমানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে রোহিত শর্মারা।
যদিও খেলোয়াড়দের পারফরম্যান্সই মূল আকর্ষণ, তবে বিজ্ঞাপন বাজার যেন আগেই রায় দিয়ে দিয়েছে- ভারত-পাকিস্তান ম্যাচ মানেই টাকার পাহাড়। বিশ্বকাপের বিজ্ঞাপন রেটকেও চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে এই ম্যাচ। এশিয়া কাপ ২০২৫ আবারও প্রমাণ করছে, দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের দ্বৈরথই এখন ক্রিকেট মিডিয়া বাজারে সবচেয়ে বড় আকর্ষণ।

