আগামী মাসেই মাঠে গড়াবে নারী ওয়ানডে বিশ্বকাপের খেলা। ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া এ টুর্নামেন্টের সূচিতে পরিবর্তন এনেছে আইসিসি। ভেন্যুর তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়াম।
ক্রিকেটবিষয়ক পোর্টাল ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদন থেকে জানা গেছে, বেঙ্গালুরুতে যে কয়টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেগুলো মুম্বাই সরিয়ে নেওয়া হয়েছে। বিশ্বকাপে অংশ নেওয়া সব কটি দলকে বিসিসিআই আজ এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞাপন
এদিকে ভেন্যু পরিবর্তন হওয়ায় বাংলাদেশের ম্যাচের সূচিতেও বদল আসছে। আগের সূচি অনুযায়ী, বিশ্বকাপে ভারতের বিপক্ষে ২৬ অক্টোবর বেঙ্গালুরুর মাঠেই লড়াইয়ে নামার কথা ছিল বাংলাদেশের। তবে ম্যাচটি এখন অনুষ্ঠিত হবে মুম্বাইয়ে।
এছাড়া ২০ অক্টোবর শ্রীলঙ্কা বনাম বাংলাদেশের ম্যাচটিও এখন হবে এই স্টেডিয়ামে, যেটি আগে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কলম্বোতে। এছাড়া ৩০ অক্টোবর হবে দ্বিতীয় সেমিফাইনাল এবং ২ নভেম্বর ফাইনাল, যদি না পাকিস্তান সেমিতে ওঠে।
অন্যান্য কিছু ম্যাচেও স্থান পরিবর্তন করা হয়েছে। ১১ অক্টোবর শ্রীলঙ্কা বনাম ইংল্যান্ডের ম্যাচ এখন কলম্বোতে, যা আগে নির্ধারিত ছিল গুয়াহাটিতে। ১০ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের ম্যাচটি চলে গেছে বিশাখাপত্তনম থেকে গুয়াহাটিতে। আবার ২৬ অক্টোবর ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ডের একমাত্র ডে-গেমটি স্থানান্তরিত হয়েছে গুয়াহাটির বদলে বিশাখাপত্তনমে।
এই পরিবর্তনের মূল কারণ বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে নিরাপত্তা ইস্যু। ৪ জুন আইপিএল শিরোপা উদযাপনকালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্যারেডে হুড়োহুড়িতে ১১ জনের মৃত্যু ঘটে। এরপর কর্নাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন পুলিশ অনুমতি পেতে ব্যর্থ হয়।
বিজ্ঞাপন
মূলত এই কারণেই বেঙ্গালুরুর বিকল্প হিসেবে প্রথমে বিবেচনায় ছিল কেরালার থিরুভনন্তপুরম। কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশন আগ্রহ দেখালেও, শহর থেকে অন্যান্য ভেন্যুতে সরাসরি ফ্লাইট না থাকায় সেটি বাস্তবায়ন সম্ভব হয়নি।

