রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ওয়ানডে ক্রিকেটে কেউ যা পারেনি তাই করে দেখালেন ব্রিটজকে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২ আগস্ট ২০২৫, ০৩:২৯ পিএম

শেয়ার করুন:

ওয়ানডে ক্রিকেটে কেউ যা পারেনি তা করে দেখালেন ব্রিটজকে

সাদা বলের ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং শক্তি দিন দিন আরও সমৃদ্ধ হচ্ছে। সেই ধারাবাহিকতায় আরও একবার নজর কাড়লেন ম্যাথিউ ব্রিটজকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মাত্র ৭৮ বলে ৮৮ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে এনে দিলেন ভরসা।

গ্রেট ব্যারিয়ার রিফ এরেনায় অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা। চারে ব্যাট করতে আসেন ব্রিটজকে। আর নামতেই গড়েন অনন্য এক রেকর্ড। ওয়ানডে ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে নিজের প্রথম চার ম্যাচেই পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলার কৃতিত্ব এখন তার।


বিজ্ঞাপন


এর আগেই নিজের অভিষেক ম্যাচেই ১৫০ রানের ইনিংস খেলে করেছিলেন বিশ্বরেকর্ড যা ওয়ানডেতে অভিষেক ম্যাচে সর্বোচ্চ রান। পাকিস্তানে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে লাহোরে নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ইনিংস খেলেন তিনি।

আজ চারে নেমে এই ইনিংসে ব্রিটজকে হাঁকান ৮টি বাউন্ডারি আর ২টি ছক্কা। শতকের খুব কাছাকাছি চলে গিয়েও শেষ পর্যন্ত নাথান এলিসের একটি শর্ট বলে আউট হয়ে যান তিনি।

ব্রিটজকের ক্রিকেটারের প্রথম চারটি ওয়ানডে ইনিংস—

১৫০ (১৪৮ বল) বনাম নিউজিল্যান্ড, লাহোর


বিজ্ঞাপন


৮৩ (৮৪ বল) বনাম পাকিস্তান, করাচি

৫৭ (৫৬ বল) বনাম অস্ট্রেলিয়া, কেয়ার্নস

৮৮ (৭৮ বল) বনাম অস্ট্রেলিয়া, ম্যাক্কে

প্রসঙ্গত, ভারতের নবজ্যোত সিং সিধুও ক্যারিয়ারের শুরুতে টানা চারটি ফিফটি করেছিলেন, তবে সেগুলো এসেছিল পাঁচ ম্যাচে। অন্যদিকে কেপলার ওয়েসেলস দক্ষিণ আফ্রিকার হয়ে টানা চারটি ফিফটি করলেও, তিনি আগেই অস্ট্রেলিয়ার হয়ে ৫৪টি ওয়ানডে খেলেছিলেন। তাই ওয়ানডে ক্যারিয়ারের একেবারে শুরুতে এমন ধারাবাহিকতা দেখানো ব্যাটার হিসেবে ব্রিটজকে এখন একমাত্র।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর