রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বল হাতে কিপটে সাকিব, পোলার্ড ঝড় থামিয়ে জিতল অ্যান্টিগা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১ আগস্ট ২০২৫, ১০:৪০ এএম

শেয়ার করুন:

বল হাতে কিপটে সাকিব, পোলার্ড ঝড় থামিয়ে জিতল অ্যান্টিগা

ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে গতকাল ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নেমেছিল সাকিব আল হাসানের অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকনস। এ ম্যাচেও ব্যাট হাতে সুবিধা করতে পারেননি টাইগারদের সাবেক অধিনায়ক। ১৩ বল খেলেছেন সাকিব, ৭ রান করেই বিদায় নিতে হয়েছে তাঁকে। তবে বল হাতে ১ ওভার করলেও ছিলেন বেশ কার্যকর যা তার দলকে ম্যাচ জেতাতে কার্যকর ভূমিকা রেখেছে।

আগে ব্যাট করতে নেমে শুরুটাই ভালো হয়নি সাকিবের অ্যান্টগার। টপ অর্ডারের কেউই বলার মত ইনিংস খেলতে পারেননি। মিডল অর্ডারে ব্যাট করা সাকিবও দলের হাল ধরতে ব্যর্থ হন। তবে শেষদিকে দলের হাল ধরেন অ্যান্টিগার অধিনায়ক ইমাদ ওয়াসিম।


বিজ্ঞাপন


তিনি খেলেন ২৭ বলে ৩৯ রানের ইনিংস। এছাড়া ফ্যাবিয়েন অ্যালেন ২০ বলে ৪৫ রানে ঝড়ো ইনিংস খেললে শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৬৭ রানের সংগ্রহ পায় অ্যান্টিগা।

লক্ষ্য তাড়া করতে নেমে জয়ের খুব কাছাকাছি পঊছে গিয়েছিল ত্রিনবাগো। ওপেনার কলিন মুনরো ১৮ বলে করেন ৪৪ রান। এরপর কিসি কার্টি করেছেন ৩১ বলে ৩৫। তবে দলটি জয়ের সুবাস পাচ্ছিলো কাইরন পোলার্ড ঝড়ে।

জয়ের জন্য শেষ ২ ওভারে দরকার ছিল ৩৬ রান। উনিশতম ওভারে ২২ রান তুলেন পোলার্ড। ফলে শেষ ওভারে দরকার ১৪ রান। তবে সে ওভারে টানা ৪ বলে কোনো রান নিতে পারেননি পোলার্ড। ফলে শেষ বলে ৪ চার মারলেও ৮ রানে হারে ত্রিনবাগো।

আর অ্যান্টিগার এই জয়ের পথে বল হাতে দুর্দান্ত ছিলেন সাকিব। তিনি বোলিং করেছেন কেবল ১ ওভার। তবে ৬ বলে দিয়েছেন কেবল ২ রান। তার বলেই আউট হন ড্যারেন ব্রাভো।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর