জিম্বাবুয়েতে চলমান ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়েকে হারিয়ে আগেই ফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আজ দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে পাঁচ উইকেটে হারিয়ে ফাইনালের আগে চূড়ান্ত প্রস্তুতি সেরে নিল তরুণ টাইগাররা।
প্রথমে ব্যাট করতে পাঠানো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরুতেই আঘাত হানেন পেসার ইকবাল হোসেন ইমন। চতুর্থ ওভারেই কেবল ৫ রান করা ব্যাটার জোরিচ ভ্যান শাল্কভাইককে ফেরান তিনি। এরপর আল ফাহাদ ফিরিয়ে দেন আদনান লাগাডিয়েনকে (১৬)। তবে দিনের নায়ক ছিলেন বাঁহাতি স্পিনার সঞ্জিদ মজুমদার। শুরুতেই দক্ষিণ আফ্রিকার টপ অর্ডারের প্রতিরোধ ভেঙে দেন তিনি। ৩৯ রানে চার উইকেট নিয়ে দলকে আধিপত্য এনে দেন সঞ্জিদ।
বিজ্ঞাপন
দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৫৯ বলে ৩৯ রান করেন বানডিলে মবাথা। বাকি উইকেটগুলোর দুইটি করে শিকার করেন আল ফাহাদ ও সামিউন বাশির। ৩৭.২ ওভারে দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ হয় ১৪৭ রানে।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। জাওয়াদ আবরারকে ফিরিয়ে দেন মিডিয়াম পেসার বায়ান্ডা মাজোলা। এই প্রোটিয়া বোলার পরপর আরও তিনটি উইকেট দ্রুত তুলে নিয়ে বাংলাদেশকে চাপে ফেলে দেন, যার মধ্যে ছিলেন ৪৩ রানে আউট হওয়া ওপেনার রিফাত বেগও। ৬৮ রানে ৫ উইকেট হারিয়ে অস্বস্তিকর অবস্থায় পড়ে যায় দল।
তখন উদ্ধারকর্তা হয়ে আসেন সামিউন বাশির। মাত্র ৩৬ বলে ঝোড়ো ৫২ রানের ইনিংস খেলে তিনি ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। তার সঙ্গে অপরাজিত থেকে ২০ রান করেন মো. আবদুল্লাহ। এই জুটি অবিচ্ছিন্ন ৮০ রানের পার্টনারশিপ গড়ে ২৯.৩ ওভারে জয় নিশ্চিত করে ফেলে বাংলাদেশ।
আগামী ১০ আগস্ট ফাইনালে আবারও দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এর আগে ৮ আগস্ট গ্রুপ পর্বের শেষ ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে তারা।

