রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পাকিস্তান-আফগান ম্যাচে সংঘর্ষের শঙ্কায় অভিনব উদ্যোগ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৫, ০৩:১৮ পিএম

শেয়ার করুন:

পাকিস্তান-আফগান ম্যাচে সংঘর্ষের শঙ্কায় অভিনব উদ্যোগ

ক্রিকেট মাঠে পাকিস্তান ও আফগানিস্তানের মুখোমুখি হওয়ার সময় সমর্থকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে থাকে। অতীতে দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, যা এড়াতে কর্তৃপক্ষ এবার বিশেষ ব্যবস্থা নিয়েছে। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানি ও আফগান সমর্থকদের জন্য পৃথক স্ট্যান্ড এবং প্রবেশপথ বরাদ্দ করা হয়েছে। 

এছাড়া, টিকিট বিক্রিতে জাতীয়তার ভিত্তিতে নির্দিষ্ট আসন বরাদ্দ করা হবে, যাতে দর্শকদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা যায়। এই সিরিজটি ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে, যেখানে পাকিস্তান, আফগানিস্তান এবং স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত (ইউএই) অংশ নেবে।


বিজ্ঞাপন


১৬,০০০ ধারণক্ষমতার এই স্টেডিয়ামে পাকিস্তান ও আফগানিস্তানের সমর্থকদের বিপুল উপস্থিতি প্রত্যাশিত। আয়োজকরা জানিয়েছেন, পূর্ণাঙ্গ দর্শক সমাগমের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাকিস্তান ও আফগানিস্তান এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে সাতবার মুখোমুখি হয়েছে, যেখানে পাকিস্তান চারটি এবং আফগানিস্তান তিনটি ম্যাচে জয়ী হয়েছে।

মূলত পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ হিসেবে পরিকল্পিত এই টুর্নামেন্টকে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ত্রিদেশীয় ইভেন্টে রূপান্তরিত করার প্রস্তাব দেয়। এর ফলে ইউএইকে অন্তর্ভুক্ত করা হয়, যাতে তিনটি দলই আসন্ন এসিসি পুরুষ টি-টোয়েন্টি এশিয়া কাপের (৯-২৮ সেপ্টেম্বর, ইউএই) জন্য প্রস্তুতি নিতে পারে।

সিরিজের উদ্বোধনী ম্যাচে ২৯ আগস্ট, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় পাকিস্তান ও আফগানিস্তান মুখোমুখি হবে। প্রতিটি দল অন্য দলের সঙ্গে দুইবার করে খেলবে, এবং শীর্ষ দুই দল ৭ সেপ্টেম্বর ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর