দ্য হান্ড্রেড টুর্নামেন্টে পাকিস্তানি খেলোয়াড়দের অংশগ্রহণ নিয়ে যখন নানা প্রশ্ন উঠছিল, তখন সেই সংশয় কাটিয়ে নতুন মৌসুমে ভারতীয় মালিকানাধীন নর্দার্ন সুপারচার্জার্স দলে যুক্ত হলেন মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিম। দুই তারকাই দলে এসেছেন বদলি খেলোয়াড় হিসেবে।
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) চলতি বছরের শুরুতেই বিনিয়োগকারীদের তালিকা প্রকাশ করেছিল, যেখানে দেখা যায় চারটি ভারতীয় প্রতিষ্ঠান এবং দুটি ভারত-যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ফ্র্যাঞ্চাইজি মালিকানা পেয়েছে। এরপরই প্রশ্ন উঠেছিল পাকিস্তানি ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে। তবে ফেব্রুয়ারিতে ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড জানান, 'আমরা জানি অন্য কোথাও এসব দেখা গেছে, কিন্তু এখানে সেটা হবে না।'
বিজ্ঞাপন
অবশেষে সেই প্রতিশ্রুতি রক্ষা করে পাকিস্তান দলের বাইরে থাকা ইমাদ ও আমিরকে দলে নিয়েছে নর্দান সুপারচার্জার্স। অস্ট্রেলিয়ান পেসার বেন ডোয়ারশিস পুরো টুর্নামেন্টে খেলছেন না এবং নিউজিল্যান্ডের অলরাউন্ডার মিচেল স্যান্টনার খেলবেন মাত্র দুটি ম্যাচ। এই দুই ক্রিকেটারের জায়গায় বদলি হিসেবে সুযোগ পেয়েছেন পাকিস্তানের এই দুই ক্রিকেটার।
নর্দান সুপারচার্জার্সের মালিক ভারতীয় মিডিয়া জায়ান্ট সান গ্রুপ, যারা ১ অক্টোবর থেকে দল পরিচালনার দায়িত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করবে। এদিকে ইংল্যান্ডের টেস্ট ব্যাটারদের বেশিরভাগই পুরো মৌসুমে থাকলেও পেসারদের দেওয়া হয়েছে স্বল্পমেয়াদি বিশ্রাম। লন্ডন স্পিরিট দলে জেমি স্মিথ ও ওলি পোপ বিশ্রামে যাওয়ায় উইকেটরক্ষক হিসেবে নেওয়া হয়েছে জন সিম্পসনকে। গ্ল্যামারগনের অলরাউন্ডার ড্যান ডুথওয়াইট ও স্বল্পমেয়াদে চুক্তিবদ্ধ হয়েছেন।
অন্যদিকে, ম্যানচেস্টার অরিজিনালস-এ বদলি হিসেবে যোগ দিচ্ছেন মার্ক চ্যাপম্যান ও ফারহান আহমেদ, যাঁরা খেলবেন রাচিন রবীন্দ্র ও মারচান্ট ডি ল্যাঙ্গের পরিবর্তে। আকিল হোসাইন ট্রেন্ট রকেটসে দুই ম্যাচের জন্য খেলবেন জর্জ লিন্ডর জায়গায়।

