ভারতের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করতে ইংল্যান্ড দলের জন্য সবকিছু উজাড় করে দিতে প্রস্তুত ক্রিস ওকস- এমনকি কাঁধে চোট থাকলেও। এমনটাই জানিয়েছেন দলের অন্যতম ভরসা জো রুট।
পঞ্চম টেস্টের প্রথম দিন বাউন্ডারি বাঁচাতে গিয়ে কাঁধে চোট পান ওকস। এরপর শুক্রবার ইংল্যান্ড দল জানায়, এই চোটের কারণে ওকস বাকি ম্যাচে আর অংশ নিতে পারছেন না। তবে রোববার দিনের শেষে ওকসকে ড্রেসিংরুমে সাদা জার্সি গায়ে দেখা গেছে, যদিও তার বাঁ হাত তখনো স্লিংয়ে ঝুলছে।
বিজ্ঞাপন
ওকস কি প্রয়োজনে ব্যাট করবেন? বিবিসি টেস্ট ম্যাচ স্পেশালের প্রশ্নে রুট বলেন, “আমার ধারণা হ্যাঁ। ও মরিয়া হয়ে উঠেছে দলের জন্য যা কিছু দরকার সেটা করতে।” তিনি যোগ করেন, “তবে এর আগেও অনেক কিছু ঘটতে হবে।”
চতুর্থ দিনে রুট আর হ্যারি ব্রুক মিলে ১৯৫ রানের দুর্দান্ত পার্টনারশিপ গড়ে জয়ের পথ পরিষ্কার করে দেন। কিন্তু এরপর হঠাৎ করেই সব ওলট-পালট। ব্রুক ক্যাচ তুলে দেন কাভারে, জ্যাকব বেতেল বোল্ড হন আর রুট আউট হন উইকেটকিপারের হাতে ক্যাচ দিয়ে। তখনো জয়ের জন্য দরকার ৩৭ রান, যা হলে হতো ইংল্যান্ডের টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়।
এরপর খারাপ আলোয় খেলা বন্ধ হয়ে যায়, আর কিছুক্ষণ পরেই বৃষ্টিতে আগেভাগেই শেষ হয়ে যায় চতুর্থ দিনের খেলা। এই তিন উইকেটেই ম্যাচে ফেরে ভারত। তৈরি হয় ওকসকে ব্যাটে নামানোর সম্ভাবনা। এদিকে আজ পঞ্চম দিনের খেলার শুরুতেই আরো এক উইকেট হারিয়েছে ইংলিশরা। জেমি স্মিথ আউট হন উইকেটকিপারের হাতে ক্যাচ দিয়ে। জয়ের জন্য স্বাগতিকদের এখনো দরকার ২৪ রান, হাতে আছে আর ৩ উইকেট। তাই ওকসকে ব্যাটিংয়ে নামতে হতেও পারে দলকে জেতাতে।
“ও পুরোপুরি মানসিকভাবে তৈরি, আমাদের সবার মতো,” বলেন রুট। “এই সিরিজ এমনই গেছে, যেখানে খেলোয়াড়দের নিজেদের শরীরের সীমা ছাড়িয়ে লড়তে হয়েছে। আশা করি তাকে নামতে হবে না, কিন্তু সে এর মধ্যেই নেটে কিছু বল খেলেছে, মানে সে তৈরি। ওর মধ্যে যে মানসিকতা, দায়িত্ববোধ- এটাই ওকে বিশেষ করে তোলে। ইংল্যান্ডের জন্য সে নিজেকে বিপদের মুখে ফেলতেও রাজি। আশা করি সেটা করতে হবে না, কিন্তু প্রয়োজনে ওর সেই আত্মত্যাগই আমাদের এই অবিশ্বাস্য সিরিজ জয়ের পথে নিয়ে যেতে পারে।”

